মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোল(যশোর): যশোরের শার্শায় স্বর্ণের চেন চুরির অপবাদ সইতে না পেরে নিজের চার বছরের মেয়ে সুমিকে গলা টিপে হত্যা করে আত্মহত্যা করেছেন জুলেখা বেগম নামে এক অন্তঃসত্বা মা।
আজ সকালে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মা। এর আগে মেয়েকে গলা টিপে হত্যা করে। নিহতের ননদের মেয়ে সিমা খাতুন জানান, ৬ মাস আগে প্রতিবেশি আলাউদ্দীনের বাড়ি থেকে স্বর্ণের চেইন চুরি হয়। গত শনিবার দুপুরে তার জা জুলেখা আলাউদ্দীনের দোকানে যায় কেনাকাটা করতে। এসময় আলাউদ্দীনের মেয়ে জুলি জুলেখার গলা থেকে জোর করে চেইন খুলে নেয় এবং চুরির বদনাম দিয়ে মারধোরও করে। বাড়ি ফিরে এসে পরের দিন রোববার সকালে নিজের মেয়েকে গলা টিপে মেরে সে নিজে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস আত্মহত্যা করে ।
নিহতের স্বজনেরা বলেন, নিহত জুলেখা বেগম সাত মাসের অন্তঃস্বত্বা ছিলেন। আর চেইনটা যে ঐ দোকানদারের তারও কোন প্রমান না দিয়ে এভাবে জোর করে গলা থেকে চেইন কাড়া ঠিক হয়নি। প্রমান দিয়ে শালিস বৈঠকের মাধ্যমে গেলে আজ এভাবে তিনটি প্রান ঝরে যেত না। নিহতের স্বামী আল মামুন বলেন, চেইনটা তার শাশুড়ি তার স্ত্রীকে দিয়েছিল। এমন মিথ্যা অপবাদ সহ্য করতে না পেরে তার স্ত্রী মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছে। এর বিচার চান তিনি।
শার্শার নাভরণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যাদের কারনে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে খোঁজ নেওয়া হচ্ছে। আটকরা হলেন, আলাউদ্দীনের মেয়ে জূলি ও জুলির মা রেসমা বেগম। জিজ্ঞাাসাবাদের জন্য অভিযুক্ত দুই জনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।