কমিটির অনুমোদন ছাড়া হাসপাতালে যন্ত্রপাতি ক্রয়ের অভিযোগ পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি যন্ত্রপাতির প্রয়োজন আছে কিনা তা যাচাই করে চাহিদা ও নীতিমালা অনুযায়ী ক্রয় করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
বুধবার সচিবালয়ে হাসপাতালের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও অব্যবহৃত যন্ত্রপাতি সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে তিনি একথা বলেন।সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোঃ নুরুল হকসহ বিভিন্ন অধীনস্থ প্রতিষ্ঠান ও হাসপাতালের পরিচালক, বিভিন্ন জেলার সিভিল সার্জনসহ ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোহাম্মদ নাসিম বলেন, জনগণের স্বাস্থ্যসেবার কাজে লাগে এমন যন্ত্রপাতি নিয়ে অভিযোগ কোনোভাবেই মেনে নেয়া যায় না। তাই সাথে সাথে আমি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেই।তিনি বলেন, অনেক ক্ষেত্রে গণমাধ্যমে প্রচারিত অভিযোগের সত্যতা পাওয়া না গেলেও যখনই অভিযোগ প্রমাণিত হয়, তখনই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। মানুষের চিকিৎসা নিয়ে কোনো অনিয়ম ও দুর্নীতিকে সরকার প্রশ্রয় দিবে না।
স্বাস্থ্যমন্ত্রী বরিশাল ও গোপালগঞ্জ সদর হাসপাতালের ডায়ালাইসিস মেশিন এবং সুনামগঞ্জ হাসপাতালের অ্যানেন্থেশিয়া মেশিন চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।এছাড়াও যে সব হাসপাতালে অপ্রয়োজনীয় যন্ত্র পড়ে আছে সেগুলোর প্রয়োজন আছে এমন হাসপাতালে স্থাপন করার জন্য দ্রুত ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ প্রদান করেন।