দি নিউজ ডেস্কঃ পাকিস্তান আফগানিস্থানের মুসলিমরা যদি ভারতে এসে থাকে তাহলে দেশ বিভাজনের কি দরকার ছিল? সব দেশের লোককে যদি এই দেশে থাকতে দিতে হয় তাহলে ওই দেশগুলোকে ভারতে যুক্ত করা হোক বলে দাবি করলেন এক মুসলিম ব্যাক্তি।
মুসলিম ব্যাক্তিটি আরো বলেন, আমাদের মুসলিম সমাজ শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। এই কারণে উস্কানি পেয়ে মুসলিম বাচ্চা ছেলে মেয়ে হাতে পাথর নিয়ে, অস্ত্র নিয়ে মারপিট করতে বেরিয়ে পড়ে। এতে দোষ কারোর একার নয়, এটা রাজ্যের শাসন ব্যবস্থার দোষ। মুসলিম ব্যাক্তিটি সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় এই বিবৃতি দেন। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।
CAA এর আওতায় মুসলিমদের আনা উচিত নয় এর সাপেক্ষে যুক্তি দিয়ে মুসলিম ব্যাক্তিটি সকলকে অবাক করেছেন। জানিয়ে দি, ভিডিওটি উত্তরপ্রদেশের (UP) বলে দাবি করা হচ্ছে। উত্তরপ্রদেশে মুসলিমদের সবথেকে বেশি উস্কানি দেওয়া হয়েছে দাঙ্গা ফ্যাসাদ করার জন্য।