× Banner
সর্বশেষ
আজকের রাশিফল এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন আজ সোমবার(২২ সেপ্টেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা পাইকগাছার গদাইপুর বাজারে গাছের চারার হাট জমে উঠেছে ডাসারে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু, নবজাতকসহ আহত ৪ তামাক চাষ বাড়লে, বিলুপ্ত হবে ইলিশ কালকিনিতে প্রধান শিক্ষকের চোখ ক্ষতিগ্রস্থের ঘটনায় ৪দিনেও মামলা নেয়নি পুলিশ, ভুক্তভোগি ভর্তি হাসপাতালে কোটালীপাড়ায় গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী ভারতের কারাভোগ শেষে বাংলাদেশি এক নাগরিকের বেনাপোল দিয়ে প্রত্যাবর্তন

মাগুরার শ্রীপুরে ‘অধিনায়ক আকবর হোসেন ডায়াবেটিক ও চক্ষু হাসপাতালে’র ভিত্তিপ্রস্তর উদ্বোধন

admin
হালনাগাদ: রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে গতকাল শনিবার মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর অধিনায়ক আলহাজ্ব আকবর হোসেন মিয়ার নামে ‘অধিনায়ক আকবর হোসেন ডায়াবেটিক ও চক্ষু হাসপাতালে’র ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব ঢাকা থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে এ হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।

এ উপলক্ষে টুপিপাড়া গ্রামে আব্দুস গাফ্ফার ও সুফিয়া বেগম বৃদ্ধা আশ্রম এবং টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান কতুবুল্লাহ হোসেন মিয়ার সভাপতিত্বে  প্রধান বক্তা ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলী, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস বিশ্বাস, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব আবু বক্কর শিকদার, গ্রীন ইউনিভারসিটির ইংরেজী বিভাগের চেয়ারম্যান এম ওয়াজেদ কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাক্তন পরিচালক ড. নূরুল ইসলাম, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. অব্দুর শাকুর, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মাগুরা ডায়াবেটিক হাসপাতালের ডা. মাছুদুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, আমেরিকা প্রবাসী শাহ আব্দুল ফারুকের দানকৃত জমির উপর এলাকাবাসীর সহযোগিতায় মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন ডায়াবেটিক ও চক্ষু হাসপাতাল নির্মিত হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..