× Banner

অপহৃত মা ও মেয়েকে নারায়নগঞ্জ থেকে উদ্ধার

admin
হালনাগাদ: সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫

শেখ মামুনুর রশিদ, রংপুর ব্যুরোঃ রংপুর থেকে অপহৃত মা ও মেয়েকে নারায়নগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুর। দীর্ঘ আড়াই বছর পর রবিবার দুপুরে নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, কাউনিয়া উপজেলার তালুক শাহবাজ গ্রামের মৃত. ওমেদ আলীর কন্যা মাহফুজা বেগমের সাথে দীর্ঘ ৮ বছর আগে পীরগাছা উপজেলার কালা গ্রামের মৃত. সামছুল হকের পুত্র মনিরুজ্জামানের বিয়ে হয়।। তাদের সংসারিক জীবনে জেরিন নামের এক কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু স্বামী মনিরুজ্জামান যৌতুকের দাবিতে স্ত্রী মাহফুজার উপর প্রতিনিয়তই চালাত শারীরিক ও মানসিক নির্যাতন । এতো নির্যাতন সইতে না পেরে স্বামীর সংসার ছেড়ে একমাত্র কন্যা সন্তান জেরিনকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি কাউনিয়ায় চলে আসেন মাহফুজা। পরে স্বামী মনিরুজ্জামানসহ কযেক জনের নামে কাউনিয়া থানায় নারী ও শিশু নির্যাতনের একটি মামলা দায়ের করেন।। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে স্বামী মনিরুজ্জামান।

ঘটনার দিন ২০১৩ সালের ৪ মার্চ মনিরুজ্জামান মাইক্রোবাস যোগে স্ত্রী মাহফুজা বেগম ও কন্যা জেরিনকে তার শ্বশুর বাড়ি থেকে সকলের অগোচরে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় মাহফুজার বড় ভাই জহুরুল হক বাদি হয়ে ১৩ মার্চ কাউনিয়া থানায় স্বামী মনিরুজ্জামান ও তার পরিবারের কয়কে জনের নামে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দীর্ঘ তদন্ত শেষে মামলার চুড়ান্ত রিপোর্ট দাখিল করা হয়। কিন্তু দীর্ঘদিনেও অপহৃতরা উদ্ধার না হওয়ায় বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য রংপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে নির্দেশ দেন।

২০১৫ সালের ২৫ জুন ওই ঘটনার তদন্ত শুরু করা হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালামের নেতৃত্বে দীর্ঘ তদন্ত শেষে রবিবার নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকা থেকে অপহৃত মাহফুজা বেগম ও কন্যা জেরিনকে একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় ঘাতক স্বামী মনিরুজ্জামানসহ কাউকে আটক করতে পারেনি ।


এ ক্যটাগরির আরো খবর..