আব্দুল আওয়াল ঠাকুরগাঁও । ঠাকুরগাঁও গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন চার দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারলিপি পেশ করেছেন।
আজ সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসকে এ স্বারকলিপি পেশ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি বিজয় কুমার রায়, সাধারণ সম্পাদক সগেন্দ্র নাথ রায়, দপ্তর ও সাংগঠনিক সম্পাদক নৃপেন্দ্র নাথ রায়, রানীশংকৈল থানা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক চন্দ্র কান্ত প্রমুখ।
স্মারকলিপি বিবরণীতে উল্লেখ্য আছে, গ্রাম পুলিশদের ৪র্থ শ্র্রেণীর কর্মচারীর ন্যায় বেতন স্কেল ঘোষনা করতে হবে, অবসরকালীন ভাতা প্রদান, পুলিশ আনসার বাহিনীর সদস্যদের ন্যায় রেশনিং এর ব্যবস্থা গ্রহণ, ২১০৩ সালে প্রণিত গ্রাম পুলিশ বাহিনীর খসড়া বিধিমালা কার্যকর করা।