হাবিবুর রহমান খান,শ্রীমঙ্গল: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরের কালীঘাট রোডে মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে এক ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃত ইয়াবা বিক্রেতার নাম মো. আমজাদ হোসেন। তার পিতার নাম নুর আলী। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম শ্রীমঙ্গল শহরের কালিঘাট রোড এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ১১ পিস ইয়াবাসহ মো. আমজাদ হোসেন নামের ঐ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তার বাড়ী শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকায়।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।