বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন একটি দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। আমি এই মন্ত্রণালয়ের প্রত্যেক কর্মকর্তাকে সঙ্গে নিয়ে একসাথে কাজ করতে আগ্রহী। বলেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে মোঃ আনোয়ার হোসেন।
আজ মঙ্গলবার(১৯ আগস্ট) দায়িত্ব গ্রহণ করে এসব কথা বলেন। তিঁনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫ তম ব্যাচের কর্মকর্তা।
যোগদানের পর মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নেতৃত্বে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে আরো গতি ও উদ্ভাবনী অগ্রগতি প্রত্যাশা করেন।
নব যোগদানকৃত সচিব মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ পর্যালোচনা এবং গবেষণা ও উদ্ভাবনের প্রসারে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তিঁনি জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, রপ্তানি উন্নয়ন ব্যুরোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।