নিজস্ব প্রতিবেদক: ওমান প্রবাসী এক নারী শ্রমিক স্বামীর কাছে প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেছেন। শনিবার (১৬ আগস্ট ২০২৫) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন। সংবাদ সম্মেলনে সীমান খানম একাই ছিলেন।
তিনি বলেন, ওমানে থাকার সময় তার সঙ্গে পরিচয় হয় ভোলার সাগর হোসেন শিহাবের সঙ্গে। সেখানে তারা বিয়ে করেন। পরে বাংলাদেশে ফিরে কাজী ডেকে বাড্ডাতে আবার বিয়ে করেন। বিয়ের সেই নথি তিনি সংবাদ সম্মেলনে দেখান।
সীমা বলেন, বিয়ের পর তার স্বামী তার কাছ থেকে নগদ ৪ লাখ টাকা নেয়। সেই টাকা নিয়ে সে পুনরায় ওমান চলে যায়। এরপর ওমান থেকে একাধিক বিকাশ নম্বরে ১৫ লাখ টাকা নেয়। এসময় সাগরের বাবা বিভিন্ন কথা বলে আমার কাছ থেকে অর্থ নিয়েছে। একটা সময় আমি বুঝতে পারি আমি প্রতারণার শিকার হয়েছি। আমি সাগরের ভোলার বাড়িতে যাই। সেখানকার স্থানীয়দের ও পুলিশের সহায়তা নিয়ে অর্থ আদায়ের চেষ্টা করি। আমার বিষয়টি সুরাহা না হওয়ায় কারণে আমি আজ সংবাদ সম্মেলন করতে বাধ্য হচ্ছি।
এদিকে ভোলার এক সাংবাদিক ইব্রাহিম আক্তার আকাশ আমার স্বামীর সঙ্গে যোগাযোগ করে কিছু ঘনিষ্ট ছবি আমাকে পাঠিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে আমার বিরুদ্ধে পাল্টা নিউজ করবে বলে জানায়।
সীমা খানম তার স্বামীর কাছে পাওনা টাকা ফেরত চান ও ভোলার ওই সাংবাদিকের বিচার চেয়ে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপিসহ আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ আশা করেন।
ভোলা চ্যানেলের সাংবাদিক ইব্রাহীম আক্তার আকাশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই নারী আমাকে অকথ্য ভাষা গালাগালি করেছে। আমি তার কাছে কোনো অর্থ চাই নাই। এটা আমার নামে মিথ্যা অভিযোগ। আমি কোনো পাল্টা নিউজ করি নাই। অন্য নিউজ মিডিয়া তাকে নিয়ে নিউজ করেছে। এখন ওই নারী আমার ওপর সব দোষ চাপাচ্ছেন।
তিনি বলেন তার স্বামীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তিনি আর ওমানে ফিরতে পারবেন না। এর নেপথ্য কারণ আমি জানি না। আর এজন্য তিনি ক্ষুব্ধ হয়ে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালে নেমেছে। তাকে নিয়ে একাধিক নিউজ বিভিন্ন মিডিয়াতে হয়েছে।