× Banner
সর্বশেষ
খুলনার পাইকগাছার বহুল আলোচিত টোল মিনারুলকে এনসিপি থেকে অবাঞ্ছিত ঘোষণা বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  টিকটকে পরিচয়ে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: ফরিদপুরে গ্রেপ্তার ২ বাংলাদেশ নৌবাহিনী সাথে বেনাপোল পৌরসভার চুক্তি,স্থাপন ও নির্মান কাজের শুভ উদ্বোধন নবীগঞ্জে ‘স্বপ্নসারথি’ গ্রাজুয়েশন অনুষ্ঠান  ডুমাইন ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র আছে সেবা নেই ইলিশের নতুন প্রজনন মৌসুম নির্ধারণ ডিজিটাল ন্যাশনাল রেফারেল মেকানিজম প্ল্যাটফর্ম মানবপাচারের শিকার ফরিদপুরে সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২৪ জন যশোরে সাংবাদিক মনিরুল ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন

কামারখন্দ উপজেলায় গুলিতে আহত আওয়ামী লীগ কর্মী ও সাবেক ইউপি সদস্য মারা গেছেন।

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

ভ্রাম্যমাণ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আহত আওয়ামী লীগ কর্মী ও সাবেক ইউপি সদস্য মাহবুবুল আলম মিল্টন মারা গেছেন।

মঙ্গলবার (২১ জুন) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। থানা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মিল্টন উপজেলার জামতৈল ইউনিয়নের বড় পাকুরিয়া গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। তিনি জামতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য  ছিলেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল সরদার  জানান, রোববার (১৯ জুন) রাতে উপজেলা সদর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মিল্টন। পথে হালুয়াকান্দি নিশিবাড়ী ব্রিজ পার হওয়ার পর দুর্বৃত্তদের গুলিতে আহত হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই মো. আলী জিন্না বাদী হয়ে পাঁচজনকে আসামি করে কামারখন্দ থানায় একটি  মামলা দায়ের করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..