13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

admin
September 29, 2017 3:29 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানান, কেউ পদে থাকা অবস্থায় তার দুর্নীতি ধরা কঠিন। তিনি বলেন, ‘আমি যখন ক্ষমতায়, আমার দুর্নীতি এখন আপনি খুঁজে বের করতে পারবেন না, ইটস ভেরি ডিফিকাল্ট।’

উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘একজন কর্মকর্তা, যিনি ক্ষমতায় আছেন, তিনি যে কাজটা করছেন, উনি ঠিকই ফাইলটা উনার আওতায় রেখে দিচ্ছেন। আপনি যতই রিপোর্ট করেন না কেন, এই ফাইল বের করা এত সহজ না।’

২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকায় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে পাঁচ বছর মেয়াদী কর্মপরিকল্পনার চলমান কার্যক্রমের বিষয়ে জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ইকবাল মাহমুদ এসব কথা বলেন।
তিনি জানান, দুর্নীতির তথ্য পেতে অসহযোগিতার কারণে বহু সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ইতোমধ্যে মামলা করা হয়েছে।

দুর্নীতি সংক্রান্ত অভিযোগ গ্রহণের ক্ষেত্রে দুদক আগের চেয়ে ‘অনেক সতর্ক’ বলেও দাবি করেন ইকবাল মাহমুদ।
তিনি বলেন, ‘সবগুলো অভিযোগ আমরা নিতে পারি না। কর্মকর্তাদের বলেছি, যেগুলো নেবেন, সেগুলো যেন সঠিক হয়, এত বেশি নেওয়ার দরকার নেই। এখন আমাদের অনেক অফিসে মামলা কম।’

তিনি আরও বলেন, ’আগে যেভাবে নোটিস দেওয়া হত, ঢালাওভাবে, একটি মামলা এসেছে দাও ২০ জনকে নোটিস। দুর্নীতি হয়েছে? ১০০ জনকে ডাক! এখানে নিয়ে আস, কিন্তু আমরা এখানে ডাকি খুব কম, আমরা যাই।’

এখনও প্রচুর দুর্নীতি রয়ে গেছে স্বীকার করে ইকবাল মাহমুদ বলেন, ‘প্রত্যেক জায়গাতে দুর্নীতি। তবে দুর্নীতির বিরুদ্ধে প্রতিযোগিতায় আমরা কিছুটা এগিয়েছি, দুর্নীতি হয়ত কিছুটা কমেছে। আমরা লাগাম টেনে ধরার চেষ্টা করছি।’

হটলাইনে দুই লাখের বেশি কল এলেও মাত্র ৩৫টি ঘটনায় পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘সব ফোন রিসিভ করা যায়নি। যদিও আমাদের পাঁচজন কর্মকর্তা সেখানে দায়িত্ব পালন করে থাকেন।’

http://www.anandalokfoundation.com/