× Banner
সর্বশেষ
নড়াইলে একুশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার  আনোয়ারুল সভাপতি, জয়নাল সম্পাদক কালীগঞ্জে প্রবীন হিতৈষী সংঘের কমিটি গঠন ডাসারে পুলিশের অভিযানে আলোচিত মাদক ব্যবসায়ীসহ আটক ৩ ঢাকাসহ তিনটি জেলায় অবৈধ গ্যাস ও জ্বালানি তেল সংযোগ বিচ্ছিন্নকরণে বিশেষ নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত পুলিশ কর্মকর্তা চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে সচেতনতামূলক প্রচারাভিযানের উদ্বোধন নবীগঞ্জ উপজেলার ৯৩ টি মন্ডপে শারদীয় দূর্গাপুজার ব্যাপক প্রস্তুতি,প্রশাসনিক ব্যবস্থা জোরদার। পূজারী ও ভক্তবৃন্দের মাঝে উৎসবের আমেজ! চারপাশে দেখি মিথ্যার জয়গান আজকের রাশিফল এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন

৩৭তম বিসিএসে উত্তীর্ণদের নিয়োগে প্রজ্ঞাপন জারি

অনলাইন ডেক্স
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

৩৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর ফলে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো।

বুধবার বিকেলে মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এখন এই ক্যাডারদের বিভিন্ন স্থানে পদায়ন শুরু হবে।

গত বছরের ১২ জুন ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। যাতে ১ হাজার ৩১৪ জনকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়। জনপ্রশাসনের প্রজ্ঞাপনে সেখান থেকে ৯৩ জনকে বাদ দেয়া হয়েছে। ৩৭তম বিসিএসের বিজ্ঞাপনে ১ হাজার ২২৬ জনের কথা থাকলেও ১ হাজার ৩১৪ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়। তাতে সাধারণ ক্যাডার ৪৬৫, সহকারী সার্জন ২৭২ জন এবং ৫১ ডেন্টাল সার্জন হয়েছেন। এছাড়া অন্যান্য কারিগরিতে ক্যাডার হয়েছেন ৩১৬ এবং শিক্ষা ক্যাডার হয়েছেন ২১০ জন।

এ ছাড়া ননক্যাডারে অপেক্ষমান রাখা হয়েছে ৩ হাজার ৪৫৪ জনকে। ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। গত বছরের ১১ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। শেষ হয় ২৩ মে মানে। পরীক্ষায় ৫ হাজার ৩৭৯ জন পাস করেন।


এ ক্যটাগরির আরো খবর..