× Banner

সড়ক দূর্ঘটনায় নিহত সেনা সার্জেন্টের লাশ হেলিকপ্টার যোগে নিজ এলাকায় স্বজনদের আহাজারী

admin
হালনাগাদ: শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে এক মর্মান্তিক সড়ক দূর্ঘাটনায় নিহত বংলাদেশ সেনাবাহিনির সার্জেন্ট মোঃ ইব্রাহিম সরদারের-(৪৫) মরাদেহ শনিবার বিকালে তার নিজ এলাকা মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। নিহতের লাশ হেলিকপ্টার যোগে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে অবতরন করার পরে স্বজনদের মাঝে লাশ হস্তান্তরের সময় এক হৃদয়বিদারক কান্নার রোল পড়ে।।

নিহতের পরিবার সুত্রে যানা গেছে, পৌর এলাকার গোপালুপর গ্রামের সেকান্দার আলী সরদারের ছেলে সেনা সার্জেন্ট মোঃ ইব্রাহিম সরদার গত শুক্রবার বিকেলে মোটর সাইকেল যোগে ঢাকার সাভার সেনা ক্যাম্প থেকে নিজ বাসার উদ্দেশ্যে যাত্রা করে ধামরাই ইসলামপুর নামকস্থানে পৌছলে একটি অজ্ঞাত বাস পেছনা থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মৃত্যুর খবর সেনা ক্যাম্পে পৌছালে সেনা সদস্যরা তার মরাদেহ উদ্ধার করে হেলিকপ্টার যোগে পরিবার কাছে হস্তান্তর  করেন। এ সময় নিহত সেনা সার্জেন্ট ইব্রাহিমের স্বজনদের মাঝে কান্নায় আকাশ বাতাশ ভাড়ি হয়ে ওঠে।

এ ব্যাপারে নিহতের ভাই নজরুল ইসলাম আহাজারী করে বলেন, আমার ভাইয়ের প্রান কেড়ে নিল একটি ঘাতক বাস। আমার ভাইয়ের মত যেনো আর কারও মৃত্যু না হয়।


এ ক্যটাগরির আরো খবর..