13yercelebration
ঢাকা

ভারতে স্বাধীনতা দিবসে কোন গুরুত্বপূর্ণ দ্রব্যের দাম কমাতে চলেছে মোদী

Link Copied!

সাম্প্রতিক সময়ে সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাশাপাশি চিকিৎসাজনিত খরচ এবং ওষুধের দাম বৃদ্ধি পাওয়ায় চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। যার ফলে এই সঙ্কটের কালে খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। এমতাবস্থায়, আসন্ন স্বাধীনতা দিবসে দেশবাসীর কথা মাথায় রেখে এবার দারুণ একটি ঘোষণা করতে পারে মোদী।

মনে করা হচ্ছে যে, স্বাধীনতা দিবস উদযাপনের দিনই একাধিক গুরুত্বপূর্ণ “ক্রিটিক্যাল মেডিসিন” বা জরুরি ওষুধের দাম কমানো হতে পারে। এমতাবস্থায়, এই ঘোষণা করা হলে তা নিঃসন্দেহে সরকারের একটা বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। জানা গিয়েছে, আগামী ২৬ জুলাই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য একটি বৈঠক ডেকেছেন।

পাশাপাশি, ওইদিন ফার্মা ইন্ডাস্ট্রির সমস্ত প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তিনি। মনে করা হচ্ছে যে, ওই বৈঠকের পরেই হয়তো জরুরি ওষুধের দাম কমানোর বিষয়টি স্পষ্ট হতে পারে। এমতাবস্থায়, তাঁদের সুবিধার্থেই এবার দাম কমানোর সিদ্ধান্তের পথে হাঁটছে কেন্দ্র।

এদিকে, ঠিক কতটা পরিমান দাম কমতে পারে এই বিষয়ে বলতে গিয়ে সংশ্লিষ্ট সরকারি আধিকারিকেরা জানান, কিছু কিছু ওষুধের দাম ৭০ শতাংশ পর্যন্ত কম করা হতে পারে। এর পাশাপাশি, “ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিন” (National List of Essential Medicine) নিয়ে ফের ভাবনাচিন্তা করা হতে পারে বলেও অনুমান করা হচ্ছে।

http://www.anandalokfoundation.com/