13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারতে সাড়ে তিন হাজার টন সোনা পাওয়ার খবর খারিজ করল জিএসআই

Brinda Chowdhury
February 23, 2020 9:50 am
Link Copied!

অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ ভারতের উত্তর প্রদেশের সোনভদ্রায় সাড়ে তিন হাজার টন সোনা পাওয়ার খবর খারিজ করল জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া(GSI)। বলেছেন জিএসআই এর মহানির্দেশক এম শ্রীধর ।

শনিবার জিএসআই এর তরফ থেকে এই তথ্য খারিজ করে দেন জিএসআই এর মহানির্দেশক।

জিএসআই তরফ থেকে জানায় উত্তর প্রদেশের সোনভদ্রা জেলায় সাড়ে ৩ হাজার টন সোনা পাওয়ায়ার মতো কোন তথ্য আমাদের কাছে আসেনি। যদিও উত্তর প্রদেশের খনন আধিকারিক কদিন আগে দাবি করেছিলেন যে, সোনভদ্রায় তিন হাজার টন সোনা আছে মাটির নীচে।

জিএসআই এর মহানির্দেশক বলেন, জিএসআই এর তরফ থেকে এরকম তথ্য কাওকে দেওয়া হয়না। জিএসআই সোনভদ্রা জেলায় এত সোনা থাকার কোন অনুমান পায়নি।

তিনি আরও জানান, রাজ্য ইউনিটের সাথে সার্ভে করার পরই আমরা কোন ধাতু পাওয়ার খবর জানিয়ে দেই। আমরা ওই এলাকায় ১৯৯৮-৯৯ আর ১৯৯৯-২০০০ এর খনন কাজ চালিয়েছিলাম। আর সেই রিপোর্ট জেলা শাসককে দিয়েছিলাম।

উনি বলেন, দুইদিন আগেই উত্তর প্রদেশের খনন বিভাগ থেকে জানানো হয়েছিল যে ওই এলাকায় প্রায় তিন হাজার টন সোনার খনি আছে। আর উত্তর প্রদেশ সরকার ওই সোনা বিক্রি করার জন্য ই-টেন্ডার পর্যন্ত জারি করে দিয়েছে।

http://www.anandalokfoundation.com/