বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির দুর্যোগ ও ত্রাণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সার্বজনীন পূজা কমিটির উপদেষ্টা সুজিত রায় নন্দীর মাতা হীরণ প্রভা রায় নন্দী গতকাল ১৩ ডিসেম্বর ২০১৭ রাতে বার্ধক্যজনীত কারনে মৃত্যুবরণ করেন। আজ ১৪ ডিসেম্বর রাত ৭টায় পোস্থগোলা মহাশ্মশানে দাহ করা হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জয়ন্ত সেন দীপু ও সাধারণ সম্পাদক এডভোকেট তাপস কুমার পাল এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি. এন. চ্যাটার্জী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার রায় তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।