× Banner

ডাসার প্রতিনিধি

সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে শোকাহত দ্যা নিউজ পরিবার

Dutta
হালনাগাদ: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মহান শিক্ষানুরাগী দেশপ্রেমিক রাজনীতিবিদ এর অকাল মৃত্যুতে দ্যা নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী ও দ্যা নিউজ পরিবার শোক প্রকাশ করেছেন ও তার বিদেহী আত্মার সদগতি কামনা করেছেন।

আজ বুধবার (২৫ অক্টোবর) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  সাবেক এই যোগাযোগমন্ত্রীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার ভাতিজা ও ডাসার উপজেলা দ্যা নিউজ প্রতিনিধি সৈয়দ রাকিবুল ইসলাম।

সৈয়দ আবুল হোসেন: সংক্ষিপ্ত জীবনী

১৯৫১ সালে মাদারীপুরে জন্মগ্রহণ করেন সৈয়দ আবুল হোসেন। পেশায় তিনি একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী।

আবুল হোসেন আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ২০০৯-২০১২ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ সময় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেন তিনি।

সৈয়দ আবুল হোসেন এক স্ত্রী খাজা নার্গিস, দুই মেয়ে সৈয়দা রুবাইয়াত হোসেন ও সৈয়দা ইফফাত হোসেনকে রেখে গেছেন। তার মৃত্যুতে ডাসারে শোকের ছায়া নেমে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..