13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজী, সন্ত্রাস, মাদক ব্যবসা চলবে না- মেয়র আ.জ.ম নাছির

admin
May 8, 2017 10:02 am
Link Copied!

রাজিব শর্মা, চট্টগ্রাম।। .চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্য কামনা করে বলেছেন, স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য পরিচালিত হবে।

ব্যবসায়ীদের উপর কোন ধরনের জুলুম, হুমকি ধামকি বা চাঁদাবাজী কেউ করতে চাইলে তাদের নাম ঠিকানা পুলিশ প্রশাসনের নিকট পৌছে দেয়ার আহবান জানান মেয়র।

তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ে কোন ধরনের চাঁদাবাজী, সন্ত্রাস বা মাদক ব্যবসা পরিচালনার চেষ্টা করলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। তিনি গতকাল শনিবার নগরীর চকবাজার চক সুপার মার্কেট চত্বরে অনুষ্ঠিত বৃহত্তর চকবাজার বাজার ব্যবসায়ী সমিতি’র অভিষেক ও আলোচনা সভায় প্রধান অতিথির ভাষনে মেয়র এসব কথা বলেন।

মেয়র চকবাজার এলাকায় যানজট নিরসনে পুলিশকে সচেষ্ট থাকার আহবান জানিয়ে বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডোর টু ডোর আবর্জনা অপসারন কার্যক্রম নগরবাসীর কল্যানে পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমে তিনি ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।

বৃহত্তর চকবাজার ব্যবসায়ী সমিতি’র সভাপতি এস এম আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এবং সমিতির সাধারন সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ বাবুলের উপস্থাপনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক মাহফুজুল হক শাহ চৌধুরী, চাক্তাই খাতুনগঞ্জ ট্রেড এসোসিয়েশনের সাধারন সম্পাদক ছৈয়দ ছগির আহাম্মদ, বৃহত্তর চকবাজার ব্যবসায়ী সমিতি’র উপদেষ্টা কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, চকবাজার থানা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর আহমদ চৌধুরী, আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, সাধারন সম্পাদক মোজাহেরুল ইসলাম চৌধুরী, ১৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ মুছা এম এ, চকবাজার মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক লোকমান হাকিম মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ নাজিম উদ্দিন, আধুনিক চকসুপার মার্কেট ব্যবসায়ী সমিতির আহবায়ক মোহাম্মদ গিয়াস উদ্দিন, এড.সাহেদুল আজম শাকিল, ফজলুল হক কাজল।

আরো বক্তব্য রাখেন সমিতির নেতৃবৃন্দের মধ্যে জহির উদ্দিন, শওকত উসমান জাহাঙ্গীর, শফিউল ইসলাম শামীম, মো. আলী আকবর, নজরুল ইসলাম মামুন, খোরশেদ আলম বাহাদুর, মোহাম্মদ ইদ্রিস, মো. নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, বেলাল উদ্দিন, আশিষ বৈদ্য, মো.সিরাজুল ইসলাম, মো. ফারুক, লোকমান হোসেন সওদাগর, মোস্তাক আহমদ টিপু, কাজল প্রিয় বড়ুয়া, মিনহাজ মাহমুদ রনি, কায়সার আহমেদ ও বিশ্বজিৎ কর বাবু সহ অন্যরা।

http://www.anandalokfoundation.com/