সুমন দত্ত
আজকাল অনেক কিছু বুঝতে পারি না। যেমন দ্বিতীয় স্বাধীনতা, ৩৬ জুলাই, বিপ্লব ইত্যাদি শব্দ নেটে পাই। এসব শব্দের অর্থ জানি না। বাংলাদেশ স্বাধীন হয়েছে একবারই। বাংলাদেশে কোনো বিপ্লব হয়নি। বাংলাদেশে হয়েছে কোটা বিরোধী আন্দোলন। যা সরকার পতন আন্দোলনের রূপ নেয়। বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি। যেটা হয়েছে, তা হত্যাকাণ্ড। অতি আবেগে হত্যাকাণ্ডকে গণহত্যা বলে চালিয়ে দেওয়া যায় না।
২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের আন্দোলনে এক স্বৈরাচার ব্যবস্থার পতন ঘটে। দেশ ছেড়ে পালায় স্বৈরাচার ও তার দোসর। যারা পালাতে পারে নাই। তারা ঘাপটি মেরে লুকিয়ে আছে। পুলিশের হাতে মাঝে মধ্যে ধরা দিচ্ছে।
অত্যন্ত দু:খের সঙ্গে বলতে হয়, বাংলাদেশে যে রাজনৈতিক দলটি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, পূর্বে একাধিকবার সফল আন্দোলন করে যারা ৯০ এর সেনা শাসিত স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, আজ তারাই স্বৈরাচার ট্যাগ নিয়ে ক্ষমতা ছাড়ল। এর কারণ খুঁজতে গেলে নেপথ্যে লোভ লালসার ইতিহাস বেরিয়ে আসবে।
পতনের আগে দেশের ঘুটি কয়েক ব্যবসায়ী স্বৈরাচার সরকার কে লাগাতার সমর্থন দিয়ে যাচ্ছিল। আর আন্তর্জাতিকভাবে প্রতিবেশী ভারত অন্ধভাবে সমর্থন দেয়। যা এখনো বহাল আছে। জনগণ থেকে বহুদিন আগেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার। এরপরও ২০৪১ সাল পর্যন্ত লক্ষ্য ছিল ক্ষমতায় থাকা। জনগণ তাদের মানুক কিংবা না মানুক। তাদের ক্ষমতায় থাকতে হবে। এমন এক মানসিকতা নিয়ে দেশ শাসন করত শেখ হাসিনা।
ছাত্র জনতা একপ্রকার ঝেটিয়ে বিদায় করে দিয়েছে। ব্যবসায়ী, আমলা ও পুলিশ দিয়ে গত ১৫ বছর দেশ শাসন করেছে শেখ হাসিনা। বিরোধী মতকে জেলবন্দি করে রেখেছিল।
আর জনগণের জবাবদিহিতার কাজটা করত কতিপয় ভাড়াটে সাংবাদিক। এ কারণে হাসিনা সরকার পতনের পর তাদের আশ্রিত সাংবাদিকগুলো আজ পালিয়ে গেছে। তাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। জাতীয় প্রেসক্লাবে তাদের ইউনিয়ন অফিসে ঝুলছে তালা।স্বৈরাচারের এসব দোসর এদেশে হলুদ সাংবাদিকতা করত।
তিন মাস হয়ে গেল পুলিশের অনেক পদস্থ কর্মকর্তা কাজে ফেরে নাই। তাদের অনেকে শেখ হাসিনার মতো পালিয়ে গেছে। বিগত ১৫ বছরে পুলিশ হাসিনার লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছিল। এ কারণে জনগণের ক্ষোভ গিয়ে পড়ে পুলিশের ওপর। নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয় সেই সব পুলিশ, যারা রাজনৈতিক ভাবে হাসিনার হয়ে কোনো কাজ করেনি।
আর যারা হাসিনার হয়ে কাজ করছে তারা ৫ আগস্টের পর ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়ে নিজেদের প্রাণ বাঁচিয়েছে। পরে বিভিন্ন কৌশলে দেশ ছেড়ে পালায়।
এদেশের মানুষ চায় ন্যায় বিচার। অথচ অতীতের কোনো রাজনৈতিক দলই ক্ষমতায় পৌঁছে বিচার বিভাগের স্বাধীনতা দিতে চায় নাই। দেশের জনগণ চায় একটি সমালোচনা মুখর সংসদ। অথচ সংবিধানের অনুচ্ছেদ ৭০ সেই রাস্তা বন্ধ করে রেখেছে। এদেশের সংসদে হয় প্রধানমন্ত্রীর গুণগান।
বছরের পর বছর বিরোধী দল ছাড়া সংসদ চলতে দেখলাম। স্বাধীনতার ৫৩ বছরেও আমরা সক্রিয় সংসদ পেলাম না। আইনসভা আইন করল না। নির্বাহী বিভাগ চালায় আমলারা। দেশ শাসনের আইন সেই আমলারা করে দেয়। মিথ্যা তথ্য দিয়ে এই আমলারা ২ কে ২০ বানিয়ে দেখায়। আমলাদের অতীতের এসব শয়তানি এখন প্রকাশ হয়ে যাচ্ছে।
আমরা চাই একটি সুন্দর বাজার ব্যবস্থা। বাস্তবে দেখলাম দালাল ও মজুতদার সেই বাজার দখল করে নিয়েছে। ব্যবসা এক চেটিয়েভাবে কিছু গ্রুপ অব কোম্পানি করছে। অথচ এটা হওয়ার কথা ছিল না। প্রতিযোগিতামূলক বাজার হওয়ার কথা ছিল। যা অন্য গণতান্ত্রিক দেশগুলোতে হয়ে থাকে।
আজ বাজারে গেলে দেখতে পাই যে মাছ বিক্রেতা কই মাছ বিক্রি করবে, সে রুই মাছ বিক্রি করতে পারবে না। যিনি রুই মাছ বিক্রি করবেন, তিনি অন্য মাছ বিক্রি করতে পারবেন না। এভাবে একেকটি বাজারে একেক ব্যবসায়ী গোষ্ঠী দাড়িয়ে গেছে। যারা নির্দিষ্ট লোকের কাছেই পণ্য বিক্রি করবে। এর বাইরে কারো সঙ্গে ব্যবসা করবে না। একেই আমরা সিন্ডিকেট বলছি।
এই সিন্ডিকেট ব্যবস্থা আমাদেরকে ভাঙতে হবে। প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে। বর্তমান ইউনুস সরকার এসব কাজ করতে পারছে না। তিন মাস হয়ে গেল তিনি এসবে কোনো ভূমিকা রাখতে পারছেন না। তিনি সেই হাসিনার মতো পণ্যে ভ্যাট রাজস্ব কমিয়ে দ্রব্যমূল্যের দাম কমানোর কৌশল নিয়েছেন। তিনি সেনাবাহিনী দিয়ে দেশ শাসন করছেন। পুলিশকে তিনি কাজে ফেরাতে পারছেন না। কবে নাগাদ পুলিশ সক্রিয় হবে সেটাও তিনি জানেন না। ছাত্ররা তাকে আগের মতো সহায়তা করতে পারছে না। কয়েকজন ছাত্র উপদেষ্টা হয়ে শুধু সময় পার করছেন। এই সরকারের পেছন থেকে সেনাবাহিনী সরে গেলে পতন হয়ে যাবে। এমন এক পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থায় রাষ্ট্রের সংস্কার হবে কিভাবে?
বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এরই মধ্যে বিতর্ক তৈরি হয়েছে এসব নিয়ে। বিএনপি চাইছে সংস্কার না করে নির্বাচন দিক সরকার। বিএনপি ক্ষমতায় যেয়ে প্রস্তাবিত সংস্কার করবে। বিএনপির নেতারা দ্রুত নির্বাচনের দাবি করছে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ চাইছে সংস্কার না করে কোনো নির্বাচন নয়। আর তাতে মৌন সম্মতি দিচ্ছে জামায়েত ইসলামির মতো কিছু ধর্মীয় দল।
সরকার পতন আন্দোলনকে বিএনপি জামাত দেখছে একটি বিনিয়োগ হিসেবে। এখানে যারা মারা গেল তাদের কথা কে ভাবে। দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে। এই লক্ষ্য নিয়ে যারা ত্যাগ শিকার করল। তারা কি পেল? তাদের দাবি ছিল দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। অথচ আজ কিছুই হচ্ছে না।
অন্যদিকে বিএনপি জামাতের মতো রাজনৈতিক দলগুলো চাইছে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট শাসন কায়েম করা। এজন্য তারা নির্বাচনী রোডম্যাপ চাচ্ছে। যেখানে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বর্তমান সংবিধানকে বলবত রেখেই তারা নির্বাচনে যেতে চায়। তারা সংসদে যেয়ে সংস্কার করার পক্ষপাতী।
গত কয়েকদিন তাদের বিভিন্ন স্তরের নেতাদের কথা বার্তায় এমন আভাস পাওয়া যাচ্ছে। তারা বর্তমান সংবিধানের দোহাই দিয়ে বলছে ইউনুস সরকার কোনো সংস্কার করতে পারে না। এই সরকারের কোনো ম্যান্ডেট নেই। নির্বাচিত সরকার করবে সংস্কার।
তাহলে প্রশ্ন এসব রাজনৈতিক দলের নেতাদের কাছে, কোন ম্যানডেটের কারণে আপনারা এই সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছেন? একদিকে ইউনুস সরকারকে বলবেন জনগণের ম্যানডেট বিহীন সরকার। আরেক দিকে বলবেন এই সরকারকে সমর্থন দিয়ে যেতে হবে। এই সরকারকে ব্যর্থ করা চলবে না। ইউনুস সরকার কে নিয়ে রাজনৈতিক ভণ্ডামি শুরু করেছে বিএনপির মতো বড় দলগুলো?
মোদ্দা কথা, বিএনপি জামাতের মতো দলগুলো চাচ্ছে ইউনুস সরকার নির্বাচন দিয়ে বিদায় নিক। আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করতে। যেটা আওয়ামী লীগ এতদিন করে এসেছিল বিএনপি জামাতের সঙ্গে।
আজকের নতুন প্রজন্ম আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হিসেবে পেয়েছে। কিন্তু তাদের সিনিয়র ভাইরা জামাত বিএনপিকে ফ্যাসিস্ট হিসেবে পেয়েছিল। বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর চরিত্র একই। সেখানে থেকে বেরিয়ে আসার চেষ্টা কেউ করে না।
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কারসাজি করতে গিয়েছিল। তা না হলে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে থাকতো। ক্ষমতার পালা বদল নিয়ে আওয়ামীলীগ কে কোনো আন্দোলন সংগ্রামে যেতে হতো না।
হাসিনা যেমন ক্ষমতায় থাকার লোভে তত্ত্বাবধায়ক সরকার সংবিধান থেকে বাতিল করেছে। তেমনি বিএনপি তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের দলীয় লোক কে (বিচারপতি কে এম হাসানকে) বসিয়ে একটি সাজানো নির্বাচন করতে যেয়ে ধরা খেয়ে ঐতিহাসিক ওয়ান এলিবেন সৃষ্টি করেছিল।
বিএনপি যে আওয়ামী চরিত্রের সবকিছু ধারণ করে তা জামায়েতের মতো দলগুলোর কাছে পরিষ্কার। এ কারণে জামায়েতের বর্তমান আমির বলেছে আমরা চাই না এক জালিমের কাছ থেকে আরেক জালিমের হাতে ক্ষমতা চলে যাক। বিএনপিকে লক্ষ্য করেই তিনি এটা বলেছেন। তবে সারাদেশে টার্মিনাল, ফুটপাত, পাবলিক টয়লেট, কমিশনার অফিস এক জালিমের কাছ থেকে আরেক জালিমের হাতে পড়ে গেছে।
আগে যেসব এলাকা আওয়ামী লীগের সন্ত্রাসীরা দখল করে রেখেছিল, এখন সেই স্থান দখল করে রেখেছে বিএনপির সন্ত্রাসীরা। এটা বিএনপির নেতৃত্ব ও দেশবাসী সবাই জানে। তাহলে পরিবর্তন কি হলো?
আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতা কর্মীদের নামে মামলা দিয়ে বাড়ি ছাড়া করেছিল, এখন বিএনপির নেতাকর্মীরা জেল থেকে বেরিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা হামলা দিচ্ছে। কোনো স্থানে বিএনপির নেতাকর্মীরা টাকা খেয়ে মামলা থেকে লীগের কর্মীদের অব্যাহতিও দিচ্ছে। এই খবরও এখন বের হয়ে আসছে।
বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলগুলোর সন্ত্রাসের শিকার। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি সবাই ক্ষমতায় যেয়ে কালো আইন তৈরি করে দেশ চালায়। কালো আইন তৈরি না করলে, এরা কালো কাজ করবে কিভাবে?
লুটপাট, সন্ত্রাস, দুর্নীতি থেকে রক্ষা পাওয়ার জন্য ঢাল হিসেবে এইসব কালো আইন তারা ব্যবহার করে। সংবিধানকে বাইপাস করে এসব আইন তারা শাসন ক্ষমতায় ঢুকায়। ক্ষমতার বাইরে থাকলে এসব রাজনৈতিক দল কালো আইনের বিরোধিতা করে।
আর ক্ষমতায় গেলে কালো আইনের পক্ষে যুক্তি প্রদর্শন করে। এরকম ভন্ড যখন রাজনৈতিক দলগুলোর চরিত্র, তখন আপনাকে কোন যুক্তিতে বিশ্বাস করতে হবে প্রফেসর ইউনুসের সংস্কার রাজনৈতিক দলগুলো মেনে নেবে? বিষয়টা বিড়ালের মাছ না খাওয়ার প্রতিজ্ঞার মতো নয় কি।
এই লেখাটা যখন লেখছি তখন শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) দৈনিক প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় খালেদা জিয়া ও ড. ইউনুসের হাস্যোজ্জ্বল ছবি। এতদিন আমরা জানতাম খালেদা জিয়া মরে মরে। তাকে বিদেশ না নেওয়া গেলে বাঁচানো যাবে না। আজ অনেকদিন হলো খালেদা জিয়া বিদেশ যাচ্ছেন না। বিদেশে না যেয়ে তিনি দিব্যি ভালো আছেন।
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপির এই নাটক আজ দেশবাসী জেনে গেছে। অন্যদিকে বিএনপির যুবরাজ দেশে কেন আসছেন না, সেটা নিয়ে আরেক রহস্য। লন্ডন থেকে তিনি চক্রান্ত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। হয়ত এজন্য আসতে সময় নিচ্ছেন। এদিকে তার পোস্টারে ছেয়ে গেছে ঢাকা শহর। ক্ষমতায় না গিয়ে তিনি হবু প্রধানমন্ত্রীর সম্মান পাচ্ছেন।
এদেশে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়েত ইসলামী এদের প্রত্যেকের অতীত ইতিহাস সুখকর নয়। প্রধান এই চার রাজনৈতিক দল নিজেদের ভাওতাবাজ ও দুর্নীতিবাজ হিসেবে প্রমাণ করেছে। এদের হাতে দেশ কোনোদিনই নিরাপদ ছিল না। বিশেষ করে দেশের জনগণ। এরা প্রত্যেকে রক্ষক হয়ে ভক্ষকের কাজ করেছে। তাদের কে আপনি যেই সংস্কারই করে দেন। এরা নিজেদের সেই চোরা পথেই চলবে। যার খেসারত দেবে এদেশের জনগণ। এদের হাত থেকে সাধারণ মানুষের পরিত্রাণ নেই। তাই আগামীতে যেই ক্ষমতায় আসুক। জনগণের মঙ্গল এদের দিয়ে হবে না। এরা সেই একই কায়দায় দেশ চালাতে চাইবে। এরা নিজে থেকে ভালো হতে না চাইলে কেউ এদের ভালো করতে পারবে না।
লেখক সাংবাদিক, (এমএস-সি এলএলবি)
তারিখ:২২-১১-২০২৪