স্টাফ রিপোর্টার: রাজধানীর মহাখালীর একটি বাসায় ঢুকে গুলি করে দুই ভাইকে আহত করেছে ডাকাতরা।
এক নারীকেও কুপিয়ে মারাত্মক জখম করেছে তারা। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহাখালীর আরজতপাড়ার ২৬ নম্বর বাসায় দ্বিতীয় তলায় থাকতেন তারা। বৃহস্পতিবার ভোর রাতে বাসার গ্রীল কেটে দ্বিতীয় তলায় ঢুকে একদল ডাকাত। তাদের উপস্থিতি টের পেয়ে রাজেস ও রঞ্জন নামের দুই ভাই চিৎকার করলে ডাকাতরা গুলি চালায়। বাসার আরেক নারী সদস্য বিপাশাকে কুপিয়ে আহত করে ডাকাতরা পালিয়ে যায়। তবে ডাকাত দলের সদস্যরা বাসা থেকে কি কি মালামাল লুট করেছে তা এখনও জানা যায়নি।