14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যে কৌশলে বিএনপিকে পেছনে ফেলে ফায়দা লুটছে জামায়াত

SDutta
January 10, 2025 7:21 pm
Link Copied!

সুমন দত্ত

দেশের রাজনীতিতে এখন চলছে ক্রান্তিকাল। বিএনপি এতদিন পর বুঝতে পারল অন্তর্বর্তীকালীন সরকার তাদের কথা মতো চলবে না। যদিও তাদের নেতা তারেক রহমান এই সরকারকে সমর্থন দিয়ে যেতে বলেছে। সমর্থন না দিয়ে উপায়ও নেই বিএনপির হাতে। কারণ আওয়ামী লীগের শাসন ব্যবস্থায় বিএনপির নেতাকর্মীরা পুলিশের ভয়ে আত্মগোপনে ছিল। ইউনুস সরকারের আমলে তারা এখন সদর্পে চলাচল করতে পারছে। ইতিমধ্যে দেশের অধিকাংশ স্থানে বিএনপি তার দখল বাণিজ্য কায়েম করেছে। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, চোরাচালানের নিয়ন্ত্রণ, চাঁদাবাজির নিয়ন্ত্রণ এখন বিএনপির হাতে। নেই শুধু সরকারি প্রশাসন। যেটার নিয়ন্ত্রণ নিতে গেলে বিএনপিকে নির্বাচনে যেতে হবে। আর সেইখানেই একচ্ছত্র নিয়ন্ত্রণ নিয়েছে বিএনপির ছোটভাই জামায়াত ইসলামী বাংলাদেশ।

বর্তমান সরকার রাষ্ট্র চালাতে জামায়াত কে গুরুত্ব দিচ্ছে বেশি। অথচ নির্বাচন হলে এই জামায়াত ৫-৬টি বেশির আসন পাবার ক্ষমতা রাখে না। অথচ বিএনপির মতো একটা বড় দল এখন জামায়াতের হাতে খাবি খাচ্ছে। ইউনুস সরকার বিএনপি কম জামায়াত বেশি। আর এটাই বিএনপিকে ভোগাচ্ছে বেশি।

জামায়াত জানে নির্বাচন দিলে তারা বিএনপির সঙ্গে পেরে উঠবে না। তাই তাদের কৌশল হচ্ছে যতদিন পারুক এই সরকারকে টিকিয়ে রাখতে হবে। এতে জামায়াত শক্তিশালী হবে। বিএনপি দুর্বল হবে। কারণ বিএনপির কোনো চেইন অব কামন্ড নেই। ৫ আগস্টের পর বিএনপি নিজেদের অভ্যন্তরীন কোন্দলে ১৯ জন প্রাণ হরিয়েছে। আহত হয়েছে শতাধিক। যতই দিন যাবে বিএনপির মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকবে। এটা বড় হতে থাকবে। এ কারণে বিএনপি চাচ্ছে দ্রুত নির্বাচন। বিএনপি ক্ষমতায় গেলে প্রভাব খাটিয়ে অশান্তি সৃষ্টিকারীদের জেলে ঢুকিয়ে শান্তি প্রতিষ্ঠা করবে। যেটা এখন পারা যাচ্ছে না।

আর জামায়াত চাচ্ছে, এখন যত দোষ বিএনপির ঘাড়ে দেওয়া যাবে, ততই তার জন্য ভালো। জনগণ বিএনপির ওপর ত্যক্ত বিরক্ত হয়ে জামায়াতকে ক্ষমতায় নিয়ে আসতে চাইবে।

এটা সত্যি, এখন সমস্ত অপরাধের সঙ্গে বিএনপির যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে। আগে যেখানে পাওয়া যেত আওয়ামী লীগ ও ছাত্রলীগ কে। এদিকে জামায়াতের লোকজন মঞ্চে উঠেই বিএনপিকে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ অভিযুক্ত করে বক্তৃতা বিবৃতি দিচ্ছে। সম্প্রতি জামায়াতের আমীর বিএনপি কে এই বলে হুমকি দিচ্ছে যে, তাদের হাতে বিএনপির সন্ত্রাসীদের তালিকা আছে। বেশি বাড়াবাড়ি করলে সেই তালিকা বর্তমান সরকার কে দিয়ে দেওয়া হবে।

এই বিবৃতি থেকে পরিষ্কার জামায়াত বিএনপি কে টার্গেট করে রাজনীতি করছে। আওয়ামীলীগহীন বাংলাদেশে জামায়াত ইসলামী এখন রাজা। জামায়াতের এই রাজত্ব ততদিন থাকবে যতদিন সংস্কারের নাম করে ইউনুস সরকার দেশের দায়িত্বে থাকবে।

এদিকে উপেদষ্টারা বুঝে গেছে। বিএনপি কি চায়, আর জামায়াত কি চায়। সেই প্রবাদ বাক্যের মতো ‘রাজায় রাজায় যুদ্ধ করে, নেপোয় মারে দই।’ এনজিওগ্রাম সরকার বিএনপি ও জামায়াতের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে নিজেরা রাজ্য শাসনের দিকে আগ্রসর হচ্ছে। তারা জানে তাদের সমর্থন জনগণের মাঝে নেই। এরই মধ্যে তারা বিগত সরকারের সিন্ডিকেট ভাঙতে পারেনি। দ্রব্যমূল্যের দাম আগের চেয়ে আরো বেড়েছে। জ্বালানির দাম বেড়েছে। এরপর বিভিন্ন ভোগ্য পণ্যে কর বাড়ানোর ঘোষণা ইতিমধ্যে এসে গেছে। এতে দেশের জনগণের অর্থনৈতিক দূরাবস্থা আগের চেয়ে আরো মারাত্মক আকার ধারণ করেছে ।

যে বৈষম্যের নাম করে এ সরকারের ক্ষমতায় আসা। সেই বৈষম্যের নামে শতাধিক সংগঠন রাজপথে আন্দোলন করছে। প্রত্যেকের দাবি মেটানোর ক্ষমতা এ সরকারের নেই। এ কারণে তারা সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। সেখানে মিটিং মিছিল নিষিদ্ধ করেছে। যাতে তারা বিনা জবাবদিহিতায় সরকার চালাতে পারে।

বাংলাদেশের সংবিধানে হাজার সংস্কার হলেও কেউ তা মানবে না। তার প্রমাণ বর্তমান সংবিধান । এই সংবিধান ১৫-১৬ বার সংশোধন হলেও কেউ তা মানেনি। দেশ সংবিধান মোতাবেক চলেনি। দেশে চলেছে রাজনৈতিক নেতা নেত্রীদের ইচ্ছা অনুসারে। দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে স্বৈরতান্ত্রিকভাবে চলার ফলে। যেই বিচার বিভাগ ২১ আগস্ট গ্রেনেড হামলায় লোকজনকে দোষী সাব্যস্ত করে রায় দেয়। সেই বিচার বিভাগ সব দোষীকে নির্দোষ বানিয়ে ছেড়ে দেয়। বিচার বিভাগ ক্ষমতাসীনদের হুকুমের দাসে পরিণত হয়েছে। অথচ সংবিধান এমন হুকুমের দাস বিচার বিভাগ বানায়নি। বিচার বিভাগ হবে স্বাধীন ও নিরপেক্ষ। কারো হস্তক্ষেপ এখানে গ্রহণযোগ্য নয়। এমনটাই সংবিধানে লেখা। অথচ নির্বাহী বিভাগের আইন মন্ত্রণালয় বিচার বিভাগের সবকিছু নিয়ন্ত্রণ করে। বিচারকদের বদলি প্রমোশন বেতন ভাতা সবই আইন মন্ত্রণালয়ের ইচ্ছা অনুসারে চলে। যা স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার বিরুদ্ধে কাজ।

এদেশের প্রশাসন জনগণের ভালো মন্দ বিচার করে চলে না। আমলাদের ভালো মন্দ বিচার করে প্রশাসন চলে। যে কারণে আমলাদের দাপট বেশি। তাই তাদের খুশি রাখতে প্রতি বছর তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে যাচ্ছে সরকার। আবার এই সুযোগ সুবিধা নিয়ে আমলাদের নিজেদের মধ্যে আছে বৈষম্য। অ্যাডমিন ক্যাডারের আমলা যে সুযোগ সুবিধা পায়, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের সেই আমলা সেটা পায় না। আবার ক্যাডার ভিত্তিক আমলাদের মর্যাদা ও বেতন, নন ক্যাডার আমলাদের চাইতে বেশি ও সম্মানজনক। এভাবে আমলা তন্ত্রের মধ্যে চলছে এক টাগ অব ওয়ার।

বলা হচ্ছে ইউনুস সরকারের সঙ্গে প্রতিবেশী ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না। কথাটা ঠিক নয়। বিগত আওয়ামীলীগ সরকারকে যেসব সুযোগ সুবিধা ভারত দিয়েছে তার সবই বহাল আছে এই সরকারের সময়ে। কলকাতায় শুভেন্দু বাবুরা বাংলাদেশগামী চালের ট্রাক আটকায়।

এদিকে ট্রেন দিয়ে বাংলাদেশে চাল পাঠিয়ে দেয় ভারতের মোদি সরকার। আবার জাহাজ দিয়েও পাঠাচ্ছে কোনো কোনো পণ্য। এভাবে ভারত থেকে আমদানি বন্ধ হয়নি। আদানির বকেয়া পরিশোধ না হলেও বিদুৎ ঠিকই সরবরাহ করছে ওই কোম্পানি। সমন্বয়করা ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশ করলেও এখন পর্যন্ত তা করেনি ইউনুস সরকার। বাতিল তো দূরের কথা। তাই ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ এটা যারা বলে তারা বোকার স্বর্গে বাস করছে।

ঢাবি ভিসি কিংবা নির্বাচন কমিশনার সবখানেই জামায়াতের লোক। রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে তারা। এর বিপরীতে বিএনপি রাজধানীর ফুটপাত লঞ্চঘাট আর টয়লেট দখল করেই সন্তুষ্ট।

http://www.anandalokfoundation.com/