× Banner
সর্বশেষ
বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা আজ ২৯ সেপ্টেম্বর সোমবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার(২৯ সেপ্টেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

অনলাইন ডেস্ক

যদুনন্দী-রুপপাত কুমার নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ৯ অক্টোবর, ২০২১
যদুনন্দী-রুপপাত কুমার নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এবারও ফরিদপুরের বোয়ালমারীর রুপাপাত ও সালথা উপজেলার যদুনন্দী বাজার সংলগ্ন কুমার নদীতে গ্রাম-বাংলার শত বছরের ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) বিকাল ৪ টায় বোয়ালমারী উপজেলার রুপাপাত বাজার কমিটির উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলার রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোশারফ হোসেন মাস্টারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের পুলিশ সুপার মো: আলিমুজ্জামান-বিপিএম (সেবা)।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কর, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসিকুজ্জামান, রুপাপাত ইউপি চেয়ারম্যান আজিজার রহমান মোল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

এ নৌকাবাইচ প্রতিযোগিতায় ছোট বড় ৬ টা নৌকা অংশগ্রহণ করে। গ্রাম-বাংলার শত বছরের ঐতিহ্য বহনকারী এ নৌকা বাইচ দেখতে নদীর দু-পাঁড়ে আধা কিলোমিটার জুড়ে হাজার হাজার জনতা ভীড় করে। নৌকা বাইচকে কেন্দ্র করে মেলারও আয়োজন করা হয়।
এ প্রতিযোগিতায় তামারহাজ্বী গ্রামের বাকু শেখের নৌকা প্রথম, রুপাপাত গ্রামের ইলিয়াছ মেম্বার দ্বিতীয় ও আড়পাড়া গ্রামের নৌকা তৃতীয় স্থান অধিকার করে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয়কে ফ্রিজ প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..