14rh-year-thenewse
ঢাকা আজ সোমবার আগস্ট 18, 2025
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে অনুর্দ্ধ ১৬ হ্যান্ডবল খেলোয়াড় বাছাই

admin
August 18, 2016 10:08 pm
Link Copied!

মেহের আমজাদ, মেহেরপুর (১৮-০৮-১৬)ঃ মেহেরপুরে অনুর্দ্ধ ১৬ হ্যান্ডবল খেলোয়াড় বাছাই করা হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে স্টেডিয়াম মাঠে এ বাছাই অনুষ্ঠিত হয়।

উদ্ভোধন করেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক আতাউল হাকিম লাল মিয়া। বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ারুল হক শাহী, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন থেকে প্রেরিত কোচ হিমু বারমা।

বাছাই প্রতিযোগিতায় জেলার দুই শতাধিক নারী ও পুরুষ হ্যান্ডবল খেলোয়াড় অংশ নেয়। এদের মধ্য থেকে নারী ও পুরুষ বিভাগে ২৪ জন করে ৪৮ জন খেলোয়াড় বাছাই করা হয়। হ্যান্ডবল ফেডারেশন কোচ হিমু বারমার তত্বাবধায়নে ৫ দিনের প্রশিক্ষন শেষে উভয় গ্রুপ থেকে ১৪ জন করে খেলোয়াড় বাছাই করে জেলা দল গঠন করা হবে।

http://www.anandalokfoundation.com/