13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মায়ানমারে মুসলমানদের উপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে গোলাপগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন

admin
November 27, 2016 9:28 pm
Link Copied!

গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জ মায়ানমারে মুসলিম জনতার ওপর বর্বরোচিত নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে এবং হত্যা ধর্ষণ বন্ধের দাবিতে গোলাপগঞ্জে পৃথকস্থানে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে বিশাল বিক্ষোভ মিছিল করে গোলাপগঞ্জ পৌরের ৮ নং ওয়ার্ডের ইয়াগুল গ্রামের তাওহীদি জনতা। বিক্ষোভ মিছিলটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তা পদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মুখে এক পথসভায় মিলিত হয়। গোলাপগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জামাল আহমদ জানালের সভাপতিত্বে ও খালেদ আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইয়াগুল গ্রামের জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা জুনায়েদ আহমদ,  বিশিষ্ট মুরব্বি সুনা মিয়া, সিরাজুল হক চেরাগ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন, কামরান মিয়া, আজির উদ্দিন, আরব উদ্দিন, আনর মিয়া, মুজাম্মিল মিয়া, সেলিম উদ্দিন, পুতুল মিয়া, আহাদ আহমদ, সমছু উদ্দিন, তরুণ সমাজসেবী জয়নুল আহমদ, মুয়াজ্জিন আব্দুল্লাহ আল মামুন, হাফিজ আব্দুল কাদির, মারুফ হক, আমজাদ হোসাইন হাছান, প্রমুখ।
এদিকে বাংলাদেশ মানবাধিকার কমিশন গোলাপগঞ্জ শাখার উদ্যোগে গোলাপগঞ্জ চৌমুহনীতে বিকেল ৪ টায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের সম্মুখে সংগঠনের সভাপতি, সাবেক ছাত্র নেতা সেলিম আহমদের সভাপতিত্বে, মানবাধিকার কর্মী এমএ সামাদ ও তারভীন হাসান রাহিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ। বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা নিসচা’র সভাপতি ইলিয়াছ আহমদ, সাংবাদিক ও শিক্ষক আজিজ খান, মানবাধিকার নেতা, সাংবাদিক শফিক উদ্দিন আহমদ, তরুণ আলেম মাওলানা সাদিকুর রহমান আমিনী, এ,ওয়াহাব প্লাজা মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দিন, চ্যারিটি ক্লাবের সেক্রেটারী শাহ্ এমএ সালমান প্রমুখ।
এ সময় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ জবান আলী, এ,ওয়াহাব প্লাজা ব্যবসায়ী সমিতির সেক্রেটারী সৈয়দ আবু জাহেদ সিদ্দিকী, দৈনিক যুগান্তর গোলাপগঞ্জ প্রতিনিধি হারিছ আলী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারী জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ রিপোর্টাস ইউনিটি’র প্রচার সম্পাদক খালেদ হোসেন, মানবাধিকার কর্মী সাইদুল ইসলাম মাস্টার, সুহেদ আহমদ, সাহেদ আহমদ, ফাহিম আহমদ, লিমন আহমদ, আবুল কাসেম, জাসেম আহমদ, রুবেল আহমদ, ইকবাল আহমদ, আবু তাহের, ফখরুল ইসলাম শাকিল প্রমুখ।
http://www.anandalokfoundation.com/