× Banner
সর্বশেষ
ডাসারে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু, নবজাতকসহ আহত ৪ তামাক চাষ বাড়লে, বিলুপ্ত হবে ইলিশ কালকিনিতে প্রধান শিক্ষকের চোখ ক্ষতিগ্রস্থের ঘটনায় ৪দিনেও মামলা নেয়নি পুলিশ, ভুক্তভোগি ভর্তি হাসপাতালে কোটালীপাড়ায় গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী ভারতের কারাভোগ শেষে বাংলাদেশি এক নাগরিকের বেনাপোল দিয়ে প্রত্যাবর্তন হিন্দু-মুসলমান ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই: খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুরের বাউশখালী জমিদার বাড়ি আজও ধরে রেখেছে শতবর্ষের ঐতিহ্য শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও চার পরিচালক নিয়োগ ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত

পিআইডি

‎মাদারীপুরে দোকান ভাঙচুর-লুটপাট ও অবৈধভাবে জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

অনলাইন ডেক্স
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

‎মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে একটি দোকানঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ সময় দোকানের জমিটি অবৈধভাবে দখলের চেষ্টা করা হয়। মঙ্গলবার সকালে সদর উপজেলার নয়ারচর আদর্শগ্রামে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় বিচার চেয়ে মঙ্গলবার বিকেলে আদর্শগ্রামে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটি।

‎সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আম্বিয়া বেগম জানান, সম্প্রতি তিনি একটি জমি বিক্রি করেন। এরপর থেকেই প্রতিবেশি রিয়াদ আকনের সঙ্গে তার বিরোধ শুরু হয়। গত এক মাসে আগে স্থানীয় ব্যক্তিরা উভয়পক্ষের মধ্যে মিমাংসার জন্য সালিশের আয়োজন করেন। সালিশে আম্বিয়া রায় মেনে নিলেও রিয়াদ উত্তেজিত হয়ে তা অমান্য করেন। এরপর থেকে আম্বিয়া ও তার স্বামী মজিবর ব্যাপারীর সঙ্গ বিরোধে জড়িয়ে পড়েন রিয়াদ। মঙ্গলবার সকালে রিয়াদ তার অনুসারি নজু মাতুব্বর, নয়ন মাতুব্বর, শাহাজালাল মাতুব্বরসহ ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আম্বিয়ার দোকানঘরে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় দোকান দখলে নিতে ভিতরের সব মালামাল লুটপাট চালায়। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎ক্ষতিগ্রস্ত মজিবর ব্যাপারী বলেন, আমাদের জমি জোড়পূর্বক দখল করতে চায় রিয়াদ আকন। বাঁধা দিতে গেলে ওরা আমাদের হত্যার হুমকি দেয়। আমাদের রোজগারের একমাত্র সম্বল দোকানটি পুরো ভেঙ্গে গুড়িয়ে দিছে। লুটপাট করে সব নিয়ে গেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অভিযোগের বিষয় রিয়াদ আকন বলেন, আমার কাছে আম্বিয়া বেগম ওই জমি বিক্রি করেছেন। সেই জমি বুঝিয়ে দিচ্ছে না। তাই দলিলের জমি বুঝ করতে গেলে তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা তাদের ওপর বা দোকানে কোন প্রকার হামলা ভাঙচুর বা লুটপাট করি নাই। এগুলো বলে আমাদের হেয়প্রতিপন্ন করা হচ্ছে।

‎মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, দোকান ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ জানালে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..