মাগুরা প্রতিনিধি : বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বরিবার ভায়না মোড়ে এস পরিবহনের সামনে বিকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । এবার এ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘তামাক চাষ খাদ্য উৎপাদনের জন্য ক্ষতিকর, দ্রুত তামাক চাষ নিয়ন্ত্রনে নীতিমালা চাই ।
স্বেচ্ছাসেবী সংস্থা আরডিসি ও তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ ) এ মানববন্ধনের আয়োজন করে । এ সময় আরডিসির নির্বাহী পরিচালক ও তামাক বিরোধী নারী জোটের জেলা প্রতিনিধি লায়লা কানিজ বানু উপস্থিত ছিলেন । তাছাড়া ট্যাস্কফোর্সের সদস্যবৃন্দ ,বিভিন্ন নারী সংগঠনের নেত্রীবৃন্দ , ছাত্র-ছাত্রী,শ্রমিক .কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয় । মানববন্ধনে অংশগ্রহনকারী প্রত্যেকে শ্লোগান দেয় কৃষি প্রযুক্তি ব্যবহার কর , খাদ্য নিরাপত্তা নিশ্চিত কর ।