× Banner
সর্বশেষ
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা পাইকগাছার গদাইপুর বাজারে গাছের চারার হাট জমে উঠেছে ডাসারে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু, নবজাতকসহ আহত ৪ তামাক চাষ বাড়লে, বিলুপ্ত হবে ইলিশ কালকিনিতে প্রধান শিক্ষকের চোখ ক্ষতিগ্রস্থের ঘটনায় ৪দিনেও মামলা নেয়নি পুলিশ, ভুক্তভোগি ভর্তি হাসপাতালে কোটালীপাড়ায় গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী ভারতের কারাভোগ শেষে বাংলাদেশি এক নাগরিকের বেনাপোল দিয়ে প্রত্যাবর্তন হিন্দু-মুসলমান ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই: খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুরের বাউশখালী জমিদার বাড়ি আজও ধরে রেখেছে শতবর্ষের ঐতিহ্য

মাগুরায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে নারী জোটের মানববন্ধন

admin
হালনাগাদ: রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫

মাগুরা  প্রতিনিধি : বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বরিবার ভায়না মোড়ে এস পরিবহনের সামনে  বিকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । এবার  এ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘তামাক চাষ খাদ্য উৎপাদনের জন্য ক্ষতিকর, দ্রুত তামাক চাষ নিয়ন্ত্রনে নীতিমালা চাই ।

স্বেচ্ছাসেবী সংস্থা আরডিসি ও তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ ) এ মানববন্ধনের আয়োজন করে । এ সময় আরডিসির নির্বাহী পরিচালক ও তামাক বিরোধী নারী জোটের জেলা প্রতিনিধি লায়লা কানিজ বানু  উপস্থিত ছিলেন । তাছাড়া ট্যাস্কফোর্সের  সদস্যবৃন্দ ,বিভিন্ন নারী সংগঠনের নেত্রীবৃন্দ , ছাত্র-ছাত্রী,শ্রমিক .কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয় । মানববন্ধনে অংশগ্রহনকারী প্রত্যেকে শ্লোগান দেয় কৃষি প্রযুক্তি ব্যবহার কর , খাদ্য নিরাপত্তা নিশ্চিত কর ।


এ ক্যটাগরির আরো খবর..