13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভোট চুরির চেষ্টা করলে পালাবার পথ পাবেন না -ববি হাজ্জাজ

admin
November 25, 2017 4:11 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবেন না, অতীতে যারাই এরূপ করেছে তারা ইতিহাসের আস্থাকূঁড়ে নিক্ষেপিত হয়েছে। ভোট চুরির চেষ্টা করলে পালাবার পথ পাবেন না। বললেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ।

আজ ২৫ নভেম্বর, ২০১৭ ইং রোজঃ শনিবার দিনাজপুর লোকভবন (টাউন হল) মিলনায়তনে নির্বাচন কমিশনে নতুন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন কার্যক্রমের ধারাবাহিকতায় চট্টগ্রামের পর এবার রংপুর বিভাগের সব জেলা ও উপজেলার বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে এই প্রতিনিধি সম্মেলনে নির্বাচন উপলক্ষে সরকার দলীয় প্রতিনিধিদের উদ্দেশ্য করে এসব কথা বলেন।

উক্ত প্রতিনিধি সম্মেলনে এনডিএম এর অঙ্গ ও সহযোগী সংগঠন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এনডিএম এর দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত প্রতিনিধি সম্মেলনে এনডিএম দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ মোজজাফর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম এর মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ। প্রধান অতিথির বক্তব্যে জননেতা ববি হাজ্জাজ বলেন “নিবন্ধনের সব শর্ত পূরণ করে দূর্বার গতিতে এগিয়ে চলছে এনডিএম। আমরা আশা করছি, নির্বাচন কমিশন কোন চাপ বা ভয়-ভীতির কাছে মাথা নত না করে নিরপেক্ষভাবে কাজ করবে, ইনশাআল্লাহ্ একমাত্র এনডিএম নিবন্ধন পাবে।

এই উত্তরবঙ্গ সবসময় অবহেলিত ছিল। এখানে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় নাই, যোগাযোগ ব্যবস্থা শোচনীয়, বিনিয়োগ আকৃষ্ট করার কোন পরিকল্পনা নেই, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয় এই অঞ্চল। আমরা রংপুর বিভাগকে অগ্রসরমান এবং প্রাণচাঞ্চল্য ভরপুর দেখতে চাই।”

উক্ত আঞ্চলিক প্রতিনিধি সম্মেলনে প্রধান বক্তা হিসাবে সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম এর সংগ্রামী সহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ মোঃ তাহের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনডিএম চেয়ারম্যানের বিশেষ সহকারী মোমিনুল আমিন, রাজশাহী জেলা শাখা, আহ্বায়ক, মোঃ শামসুদ্দিন মন্ডল, পঞ্চগড় জেলা শাখা, আহ্বায়ক, ফেরদৌস ওয়াহিদ সুজন, ঠাকুরগাঁও জেলা শাখা, আহ্বায়ক, মোঃ দেলোয়ার হোসেন নিয়ন। দিনাজপুর জেলা ও উপজেলা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব, মোঃ রফিকুল ইসলাম খোকা, যুগ্ম আহ্বায়ক-সৈয়দ মাহমুদ উল করিম (হিটলার), সুজয় কুমার বসু, মোঃ জাবেদ আলম। খানসামা উপজেলার আহ্বায়ক- মোজাহিদুল রহমান মানিক, সদস্য সচিব- মোঃ শহিদুল ইসলাম। চিরিরবন্দর উপজেলার আহ্বায়ক- মোঃ হাফিজুল ইসলাম, সদস্য সচিব- মোঃ নজরুল ইসলাম ইসলাম। বিরল উপজেলার আহ্বায়ক- মোঃ লিটন, সদস্য সচিব- প্রেম কুমার। সদর উপজেলার আহ্বায়ক- শ্রী কাশীরাম সাহা, সদস্য সচিব- রাজু আহম্মেদ। সেতাবগঞ্জ উপজেলার আহ্বায়ক- মোঃ নাহিদ চৌধুরী, সদস্য সচিব- আমিনুল ইসলাম। ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক- মোঃ মামুন সরকার, সদস্য সচিব- শ্রী তপন খুমার রায়। কাহারোল উপজেলার আহ্বায়ক- মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব- মোঃ আমজাদ হোসেন। বীরগঞ্জ উপজেলার আহ্বায়ক- মোঃ মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব- মোঃ আবু সাঈদসহ প্রমুখ।

এছাড়া এনডিএম এর অন্যতম অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুব আন্দোলন এর জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক লায়ন নুরুজ্জামান হীরার নেতৃত্বে উপস্থিত ছিলেন- দপ্তর সম্পাদক আবু রায়হান, সদস্য মোঃ ইমতিয়াজ।

এনডিএম এর অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন এর জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব মোঃ মাসুদ রানা জুয়েল, দপ্তর সম্পাদক তাসনিম মাহমুদ শ্যানন।

http://www.anandalokfoundation.com/