13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বৈচিত্রের মধ্যে ঐক্য সমন্বয়ে ভারত পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ -ট্রাম্প

Ovi Pandey
February 24, 2020 7:18 pm
Link Copied!

দেবাশীষ মুখার্জী (কূটনৈতিক প্রতিবেদক): পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড জন ট্রাম্প, ভারত সফরে এসে ভারতের প্রশংসায় পঞ্চমুখ। বিরোধী শিবির আশা প্রকাশ করেছিল যে, ডোনাল্ড ট্রাম্প ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ক্ষমতাসীন সরকারের কঠোর সমালোচনা করবে। কিন্তু মার্কিন রাষ্ট্রপতি বিরোধীদের সেই প্রত্যাশার আগুনে জল ঢেলে দিলেন।

আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে বলেছেন, ‘বৈচিত্রের মধ্যে ঐক্য’ – ভারত এক অনন্য দৃষ্টান্ত। তিনি আরো বলেন, শিল্প-সাহিত্য-সংস্কৃতির উৎকর্ষ ও সমন্বয়ে ভারত পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। ভারত সমগ্র বিশ্বে মানবতার আশা জাগিয়েছে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারত, বিগত ৭০ বছরে মহান দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। নানা জাতি, নানা ধর্ম, নানা মতের দেশেও মানুষ কী ভাবে ঐক্যবদ্ধ হয়ে থাকেন – ভারত তা পৃথিবীকে দেখিয়েছে। তিনি বলেন, ‘এখানে হিন্দু, মুসলিম,খ্রিস্টান— সব ধর্মের মানুষ একসঙ্গে ও শান্তিপূর্ণ ভাবে থাকেন। বহু জাতি, বহু ভাষা থাকলেও আপনারা সবাই মিলে ভারতীয় হিসেবে ঐক্যবদ্ধ।’

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ভারত শিল্প-সাহিত্য- সংস্কৃতিতে যথেষ্ট উৎকর্ষ লাভ করেছে। শুধুমাত্র বলিউড থেকেই বছরের ২০০০ সিনেমা তৈরি হয়। ‘’দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গ’’ – এর মতো বিশ্ব মাতানো সিনেমা তৈরি হয়েছে। আবার ক্রিকেটে সচিন তেন্ডুলকরের মতো প্রতিভাও এই ভারতের মাটিতে জন্মেছেন। বন্ধুত্বের বার্তা দিয়ে ট্রাম্পের সুস্পষ্ট ঘোষণা, ‘আমেরিকা তার প্রকৃত মিত্র ভারতকে ভালবাসে ও শ্রদ্ধা করে। দুই দেশ সব সময় বিশ্বাসযোগ্য বন্ধু হিসেবেই অবস্থান করবে।

ডোনাল্ড ট্রাম্প-ই প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট – যিনি ভারত সফরের পাশাপাশি পাকিস্তান সফর করছেন না। তাছাড়া অগণতান্ত্রিক ও অমানবিক শক্তি চীনের ভয়ংকর আগ্রাসন মোকাবেলায়, পৃথিবীর দুই বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ― ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্পারিক ঐক্য ও সহযোগিতার দিকে,গণতন্ত্রমনা বিশ্ববাসী তাকিয়ে আছে

http://www.anandalokfoundation.com/