13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারত বনধের জেরে দেশজুড়ে ব্যাহত হতে পারে ব্যাঙ্কিং এবং এটিএম পরিষেবা

Brinda Chowdhury
January 8, 2020 8:01 am
Link Copied!

অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ ভারতে আজ দেশজুড়ে ডাকা হয়েছে ধর্মঘট। ধর্মঘটকে সমর্থন করেছে ব্যাঙ্ক কর্মীদের একাধিক সংগঠন৷ ফলে সাধারণ ধর্মঘটের প্রভাব পড়তে পারে ব্যাঙ্ক পরিষেবায় ও৷ ভারত বনধের জেরে দেশজুড়ে ব্যাহত হতে পারে ব্যাঙ্কিং এবং এটিএম পরিষেবা।

আজ বুধবার কয়েক হাজার ব্যাঙ্ক কর্মচারী  সাধারণ ধর্মঘটে সামিল থাকবেন বলে জানান দি নিউজের প্রতিনিধি অর্ক গাঙ্গুলী৷

আর তাই স্বাভাবিকভাবেই বুধবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ ধর্মঘটের প্রভাব পড়তে পারে এটিএম পরিষেবাতেও৷ আর তাই টাকা জমা দেওয়া বা তোলা, চেক ক্লিয়ার সব কাজই ব্যাহত হতে পারে৷

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণের প্রতিবাদে এমনিতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে ব্যাঙ্ক কর্মীদের সংগঠনগুলি৷ ধীরে ধীরে গোটা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ব্যবস্থা বেসরকারি হাতে তুলে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলেও সরব হয়েছেন অনেকে৷ বুধবারের ধর্মঘটকে সমর্থনের সিদ্ধান্ত আগেই নিয়েছিল ব্যাঙ্ককর্মীদের সংগঠনগুলি৷

ব্যাঙ্ক অফ বরোদার তরফে জানানো হয়েছে, ধর্মঘটের ফলে তাঁদের বিভিন্ন শাখা এবং দফতরের কাজকর্ম ব্যাহত হতে পারে৷ তবে কাজকর্ম স্বাভাবিক নিয়মে চালানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে৷ কিন্তু ধর্মঘট ব্যাপক আকার নিলে কাজ অচল হয়ে পড়তে পারে। কানাড়া ব্যাঙ্কের আশঙ্কা, বুধবারের ধর্মঘটে পরিষেবা ব্যাহত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে৷ ব্যাঙ্ক ব্যবস্থার পাশাপাশি বুধবারের ধর্মঘটের প্রভাব পড়তে পারে এটিএম পরিষেবাতেও৷

ধর্মঘটকে সমর্থন করে আগেই বিবৃতি জারি করে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসারস অ্যাসোসিয়েশন, ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন, এবং ইন্ডিয়ান ন্যাশনাল ব্যাঙ্ক অফিসারস কংগ্রেস।

যদিও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, তাঁদের খুব অল্প সংখ্যক কর্মী সরাসরি কোনও ইউনিয়নের সঙ্গে যুক্ত৷ আর তাই বুধবারের ধর্মঘটে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিষেবা সামান্য ব্যাহত হতে পারে৷ যদিও ধর্মঘটে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করছে ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক৷

তবে হাসপাতালের কাছাকাছি এটিএম গুলো ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে।

http://www.anandalokfoundation.com/