× Banner
সর্বশেষ
নড়াইলে একুশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার  আনোয়ারুল সভাপতি, জয়নাল সম্পাদক কালীগঞ্জে প্রবীন হিতৈষী সংঘের কমিটি গঠন ডাসারে পুলিশের অভিযানে আলোচিত মাদক ব্যবসায়ীসহ আটক ৩ ঢাকাসহ তিনটি জেলায় অবৈধ গ্যাস ও জ্বালানি তেল সংযোগ বিচ্ছিন্নকরণে বিশেষ নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত পুলিশ কর্মকর্তা চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে সচেতনতামূলক প্রচারাভিযানের উদ্বোধন নবীগঞ্জ উপজেলার ৯৩ টি মন্ডপে শারদীয় দূর্গাপুজার ব্যাপক প্রস্তুতি,প্রশাসনিক ব্যবস্থা জোরদার। পূজারী ও ভক্তবৃন্দের মাঝে উৎসবের আমেজ! চারপাশে দেখি মিথ্যার জয়গান আজকের রাশিফল এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন

পঞ্চগড় জেলা প্রতিনিধি

বোদা হাইস্কুলের ১৯৬৮ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত

অনলাইন ডেক্স
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
মিলন মেলা

বেলা শেষে “পবিত্র ঈদের অনাবিল আনন্দের পূর্ণতায় ভরে উঠুক সকলের জীবন” এ স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের এসএসসি ১৯৬৮ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ হলরুমে দীর্ঘ ৫৭ বছর পরে এসএসসি ১৯৬৮ ব্যাচের মিলন মেলায় মিলিত হন সহপাঠীরা।
মিলন মেলায় কৃষিবিদ ড. মো. শরীফুল ইসলাম হাসানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক, অবসরপ্রাপ্ত ডিভিসনাল ইন্সপেক্টর অব স্কুল ফজলে আবু মো. সফিউল আলম।
‘পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়। আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়। মোরা সুখে দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়।
বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের এসএসসি ১৯৬৮ ব্যাচের মিলন মেলায় হৃদয়ে বেজেছে কবি গুরুর গানের এই কথাগুলো। দীর্ঘ ৫৭ বছর পরে  মিলনমেলায় প্রাক্তন সহপাঠীদের পেয়ে  হারিয়ে গিয়েছিলেন সেই পুরনো দিনের স্মৃতিতে। খুঁজে ফিরেছেন শিক্ষাজীবনের দিনগুলোর স্মৃতিকথা। এসএসসি ১৯৬৮ ব্যাচে ৬৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩০ জন শিক্ষার্থী মিলন মেলায় অংশ নেন। ৩৪ জন পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে গেছেন। বাকিরা বিদেশে ও অসুস্থতা জনিত কারণে মিলন মেলায় উপস্থিত হতে পারেনি।
মিলন মেলায় এসএসসি ১৯৬৮ ব্যাচের মো. রফিকুল হক, মো. রফিকুল আলম, মো. সমির উদ্দীন, নূরুল ইসলাম, মজিবর রহমান, খোকা মজুমদার, গোলাম মুরশেদ, মো. মকলেছার রহমান, হেমন্ত কুমার, বলয় কুমার, লতিফুল ইসলাম, রুহুল আমিন প্রধান, রুহল আমিন সরকার, তছলিম উদ্দীন, নাজিম উদ্দীন, মুক্তা, জোহরা খাতুন (রুবি), গিয়াস উদ্দীন, শাহজাহান, সিদ্দিকুর রহমান, কামাল উদ্দীন, আফজাল, হাফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
১৩৭ বছরের পুরনো শিক্ষা প্রতিষ্ঠানটির রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। এসএসসি ১৯৬৮ ব্যাচের মিলন মেলা উপলক্ষে বিদ্যালয় চত্বরে উৎসবের আমেজ লক্ষ করা যায়। মিলন মেলায় শামিল হওয়া সহপাঠীরা দেশ-বিদেশে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে অবসর জীবন অতিক্রম করছেন। তাঁরা ফিরে যান সেই উজ্জল তারুণ্যভরা দিনগুলোতে।
পুরনো সব বন্ধু আর সহপাঠীকে পরস্পর জড়িয়ে ধরে হয়েছেন আত্মহারা। হাতে হাত আর বুকে বুক মিলিয়ে করেছেন কুশলবিনিময়। অনেকে আবার প্রিয় সহপাঠীকে পেয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। মোবাইল ক্যামেরায় নিজেদের বন্দি করেন নতুন করে। অনেকেরই দীর্ঘদিন পর সহপাঠীদের চিনে নিতে কষ্ট হয়। আবার অনেককে আবেগে আপ্লুত হয়ে চোখের পানি মুছতে দেখা যায়। কেউ কেউ খুঁজেছেন বিদ্যালয় মাঠসংলগ্ন সেই বিশাল খেলার মাঠের গাছের ছায়াতলে সহপাঠীদের নিয়ে আড্ডা দেওয়ার সব স্মৃতিকথা ভিড় করে আছে যে মনের গভীরে।


এ ক্যটাগরির আরো খবর..