13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেশির ভাগ পণ্যের দাম স্থিতিশীল

admin
June 9, 2016 5:11 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দাবি করে বললেন দেশের বাজারে রমজান মাসেও বেশির ভাগ পণ্যের দাম স্থিতিশীল রয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাজার মনিটরিং কমিটির সভায় সভাপতির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘দেশের বজারে নিত্যপণ্যের মজুদ পর্যাপ্ত রয়েছে। কোনো ব্যবসায়ী কারসাজির মাধ্যমে জিনিসপত্রের দাম বাড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের মনিটরিং সেলের তথ্য অনুযায়ী ছোলা ও চিনির দাম কিছুটা বেড়েছে। আন্তর্জাতিক বাজারে এ দুটি পণ্যের দাম বাড়ায় বাংলাদেশে এর প্রভাব পড়েছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে এ দুটি পণ্যের দাম আগের অবস্থায় ফিরে আসবে। এ দুটি পণ্য ছাড়া অন্যান্য পণ্যের দাম বাড়েনি।’

‘আমাদের মনিটরিং সেল বাজার সর্বদা পর্যবেক্ষণ করছে। পর্যাপ্ত পরিমাণ পণ্য মজুদ রয়েছে। এসব পণ্যের দাম বাড়ার কোনো কারণ নেই।’

মন্ত্রী বলেন, ‘পার্শ্ববর্তী দেশগুলোর প্রধান প্রধান শহর কলকাতা, দিল্লি, ইয়াঙ্গুন, ব্যাংকক, কলম্বো ও ইসলামাবাদের চেয়ে ঢাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কম রয়েছে।’

১১টি পণ্যের নাম বলেন মন্ত্রী। এগুলো হচ্ছে—চাল, আটা, চিনি, সয়াবিন তেল, পামওয়েল, মসুর ডাল, পেঁয়াজ, আলু, ছোলা, লবণ ও গুঁড়া দুধ।  এগুলোর দাম ঢাকায় কম রয়েছে বলে দাবি করেন মন্ত্রী।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ ব্যাংক, এফবিসিসিআই, এনএসআই, ব্যবসায়ী, খুচরা-পাইকারসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/