13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল চেকপোষ্টে ১৬ বোতল মদ আটক

admin
March 13, 2017 6:34 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট কাষ্টমস তল্লাশি কেন্দ্র  থেকে কয়েকজন পাসপোর্টযাত্রীর নিকট থেকে ১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে কাষ্টমস। সোমবার সকাল থেকে বেলা ১২ পর্যান্ত এ মদ উদ্ধার হয়।

চেকপোষ্ট কাষ্টমস তল্লাশি কেন্দ্রের কাষ্টমস ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, ভারতীয় বিজিনেস পাসপোর্ট যাত্রীরা বাংলাদেশে প্রবেশের সময় প্রায় ১ /২ বোতল মদ নিয়ে আসে। সম্প্রতি একই যাত্রী বার বার প্রবেশ এবং মাদক নিয়ে আসায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের এ ধরনের লোক প্রবেশ করলে এবং মাদক নিয়ে আসলে তা আটকের নির্দেশ আসে। এরপর থেকে এ মদ আটক করা হয়।

আন্তর্জাতিক নিয়ম অনুযায়ি একজন বিদেশী পাসপোর্ট যাত্রী ১ লিটার মদ বহন করতে পারে। কিন্তু ভারতীয় একই নাগরিক বার বার মদ সহ এদেশে প্রবেশ করায় তাদের মাদক ব্যবসায়ি হিসাবে চিহ্নিত করে এসব মাদক আটক করা হয়।

তিনি আরো জানান ১০/১২ জন ভারতীয় পসপোর্টযাত্রীর নিকট থেকে এ মদ উদ্ধার করা হয়। আটককৃত মাদক বেনাপোল কাষ্টমস এ জমা করা হবে বলে তিনি জানান।

http://www.anandalokfoundation.com/