শহীদ আবদুর রব সেরনিয়াবাতের ঘনিষ্ঠ সহচর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার, সাবেক ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা আ. রশিদ সিকদারের রুহের মাগফিরাত কামনা করে তাঁর কবর জিয়ারত করেছেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্।
আজ ৩১ জানুয়ারি(বুধবার) বিকেলে মরহুমের ছোট বাশাইল বাড়িতে গিয়ে নেতৃবৃন্দরা মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে তাঁর রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করেন।
এসময় উপস্থিত ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র জনাব হারিসুর রহমান হারিস, উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আবদুল্লাহ লিটনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রসংগত, গত ২৬ জানুয়ারি ৯৩ বছর বয়সে বার্ধক্যজনিত কারনে প্রবীন এই নেতা নিজ বাড়িতে ইন্তেকাল করেন।