13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বে করোনায় সুস্থ ২৭%, বাংলাদেশ ২% যা দক্ষিন এশিয়ার মধ্যে সবচেয়ে কম

Rai Kishori
April 23, 2020 8:31 am
Link Copied!

মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) অন্যান্য দেশের মতো বাংলাদেশও সংকটময় অবস্থা। করোনায় রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৭২ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৭ জন; যা মোট রোগীর ২ দশমিক ৩ শতাংশ। এই সুস্থতার হার দক্ষিণ এশিয়া ও ভাইরাসটিতে সর্বাধিক আক্রান্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে কম। বিশ্বে করোনায় সুস্থ ২৭%, বাংলাদেশ ২% যা দক্ষিন এশিয়ার মধ্যে সবচেয়ে কম।

বুধবার (২২ এপ্রিল) গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৩৪ জন। অপর দিকে, ২৪ ঘণ্টায় পুরোনো রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে মাত্র দুইজন। দেশে করোনায় রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৭২ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৭ জন; যা মোট রোগীর ২ দশমিক ৩ শতাংশ। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানায়।

চীনের উহানে প্রথম আঘাত হানার পর এখন বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯)। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় ১৮ লাখ ছুই ছুই। আর এতে প্রাণ গেছে ১ লাখ ৮ হাজার ৭৭৯ জনের।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতে ১৮ হাজার ৯৮৫ আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৩ হাজার ২৭৩ জন। দেশটিতে সুস্থতার হার ১৭ দশমিক ২৪ শতাংশ। পাকিস্তানে সুস্থতার হার আরও বেশি ২১ দশমিক ৬৭ শতাংশ। দেশটিতে ৯ হাজার ৫৬৫ আক্রান্তের মধ্যে ২ হাজার ৭৩ জন সুস্থ হয়ে উঠেছে।গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে সারা বিশ্বে গড় সুস্থতার গড় হার ২৭ শতাংশ।

ওয়ার্ল্ডওমিটার ওয়েবসাইটের সর্বশেষ তথ্য বলছে, কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার পর বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ২ হাজার ৭১৬ জন। অর্থাৎ, করোনায় বিশ্বে গড় সুস্থতার হার ২২ দশমিক ৬২ শতাংশ।

আর জন হিসাবে বলতে গেলে বলতে হয়, প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হওয়ার পর প্রতি চারজনে একজন সুস্থ হয়েছেন। তবে হিসাব বলছে, করোনায় সুস্থতার হার সবথেকে বেশি চীনে-৯৪.৫৪%। প্রথম আক্রান্ত স্থান চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৫২ জন, সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৫৭৫ জন। দেশটিতে মোট মারা গেছে ৩ হাজার ৩৩৯ জন।

করোনায় সুস্থতার দিক দিয়ে যুক্তরাজ্যে কোভিড-১৯-এ সুস্থতার হার মাত্র ০.৪৩ শতাশ। যুক্তরাজ্যে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে মোট ৭৮ হাজার ৯৯১ জন। তবে সুস্থ হয়েছে মাত্র ৩৪৪ জন। অর্থাৎ, সবচেয়ে কম সুস্থ হয়েছে দেশটিতে। মারা গেছে ৯ হাজার ৮৭৫ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৩২ হাজার ৫৭৯। তবে দেশটিতে সুস্থতার হার মোটেও সন্তোষজনক নয়। সেখানে সুস্থ হয়েছে ৩০ হাজার ৪৫৩ জন (৫.৭১%)। সবচেয়ে বেশি মারাও গেছে দেশটিতে-২০ হাজার ৫৭৭ জন।

দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে স্পেনে-১ লাখ ৬৩ হাজার ২৭ জন। সুস্থ হয়েছে ৫৯ হাজার ১০৯ জন (৩৬.২৫%)। মারা গেছে ১৬ হাজার ৬০৬ জন।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ইতালিতে-১ লাখ ৫২ হাজার ২৭১ জন। দেশটিতে সুস্থ হয়েছে ৩২ হাজার ৫৩৪ জন (২১.৩৬%)। এ পর্যন্ত মারা গেছে ১৯ হাজার ৪৬৮ জন।

ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৬৫৪। সুস্থ হয়েছে ২৬ হাজার ৩৯১ জন (২০.৩৫%)। দেশটিতে মারা গেছে ১৩ হাজার ৮৩২ জন।

জার্মানিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৪৫২ জন। সুস্থ হয়েছে ৫৭ হাজার ৪০০ জন (৪৫.৭৫%)। আর মৃতের সংখ্যা ২ হাজার ৮৭১ জন।

দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশ ইরানে মোট আক্রান্ত হয়েছে ৭০ হাজার ২৯ জন। সুস্থ হয়েছে ৪১ হাজার ৯৪৭ জন (৫৯.৮৯%)। দেশটিতে মোট মারা গেছে ৪ হাজার ৩৫৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা গণমাধ্যমকে জানান, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের পুরোপুরি সুস্থ ঘোষণা করতে কমপক্ষে ২৮ দিন সময় লাগে। যেহেতু বাংলাদেশে ৮ মার্চ থেকে করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। তাই সন্তোষজনক সুস্থতার হার পেতে আরও কিছুদিন সময় লাগবে।

http://www.anandalokfoundation.com/