নিউজ ডেস্ক: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা সেখ বশির উদ্দিন বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের অনুচ্ছেদ-৫১ অনুযায়ী, বাংলাদেশ বিমান ১৯৭২ সালের অর্ডিন্যান্স পুনর্বহাল ও সংশোধন এবং ২০২৩ সালের আইনের ৩০ (সি) ধারায় অর্পিত সরকারের ক্ষমতাবলে সেখ বশির উদ্দিনকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।
।