× Banner
সর্বশেষ
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা পাইকগাছার গদাইপুর বাজারে গাছের চারার হাট জমে উঠেছে ডাসারে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু, নবজাতকসহ আহত ৪ তামাক চাষ বাড়লে, বিলুপ্ত হবে ইলিশ কালকিনিতে প্রধান শিক্ষকের চোখ ক্ষতিগ্রস্থের ঘটনায় ৪দিনেও মামলা নেয়নি পুলিশ, ভুক্তভোগি ভর্তি হাসপাতালে কোটালীপাড়ায় গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী ভারতের কারাভোগ শেষে বাংলাদেশি এক নাগরিকের বেনাপোল দিয়ে প্রত্যাবর্তন হিন্দু-মুসলমান ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই: খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুরের বাউশখালী জমিদার বাড়ি আজও ধরে রেখেছে শতবর্ষের ঐতিহ্য

পর্যটন শিল্পের উন্নয়নে একযোগে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে উদযাপন করা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন  কেন্দ্রে  বৌদ্ধধর্মের ঐতিহ্য ও পুরাতাত্ত্বিক নিদর্শনকে পর্যটনে আরো ভালোভাবে সংযুক্ত করার বিষয়ে আয়োজিত সম্মেলন উদ্বোধন  শেষে তিনি এ কথা বলেন। বৌদ্ধ পর্যটন সার্কিট উন্নয়ন বিষয়ক দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, তার সরকার  দেশি-বিদেশি বিভিন্ন  ফোরামের সঙ্গে বাংলাদেশকে পর্যটনের অন্যতম গন্তব্য হিসাবে প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে।পর্যটন শিল্পকে গতিশীল করতে জাতীয় পর্যটন নীতিমালা-২০১০  ঘোষণাসহ নানা ধরনের পদক্ষেপ হাতে নেয়া হয়েছে উল্লেখ করে  গোটাদেশকে পর্যটন ভূমি হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী পর্যটন শিল্পের উন্নয়নে তার সরকারের  নেয়া পদক্ষেপের কথা জানান।

এশিয়া মহাদেশে  বৌদ্ধ সংস্কৃতিতে পর্যটক বৃদ্ধিতে সকলকে  রোডম্যাপ অনুসারে কাজ করারও আহবান জানান  শেখ হাসিনা।সম্মেলনে তিনি আরো বলেন, পর্যটন শিল্পে শুল্কহার কমানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ নিয়োগ  দেয়া, কক্সবাজার  থেকে  টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণের কাজ চলছে।জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ইউএনডব্লিউটিও এবং বাংলাদেশ সরকারের  যৌথ উদ্যোগে দু’দিনব্যাপী এ সম্মেলনে দক্ষিণ-পূর্ব এশিয়ার  বৌদ্ধ প্রধান  দেশগুলোসহ মোট ১২টি দেশ অংশ নিয়েছে।

টুরিজম  বোর্ডের তথ্যমতে, পাহাড়পুর, ময়নামতি মহাস্থানগড়সহ সারাদেশে রয়েছে অন্তত ৫’শ  বৌদ্ধ স্থাপনা। ভারত- নেপালের মতো বাংলাদেশ আগামী পাঁচ বছরে এসব স্থাপনায়  দেড় লাখ পর্যটক আকৃষ্ট করতে পারলে এখাতে আয় হবে প্রায় ৬’শ কোটি টাকা।এই সম্মেলনের মধ্য দিয়ে এ অঞ্চলের  দেশগুলোর প্রতিনিধিরা পর্যটন শিল্পের উন্নয়ন ও প্রসারে একটি ‘রোডম্যাপ’ তৈরি করবেন এবং তা বাস্তবায়নে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন  শেখ হাসিনা।

জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার সহায়তায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় দেশে প্রথমবারের মত এই সম্মেলনের আয়োজন করেছে।জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার মহাপরিচালক তালেব রিফাই, প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী মারিও হার্ডিসহ বিভিন্ন  দেশের মন্ত্রী ও পর্যটন সংশ্লিষ্টরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বাংলাদেশের হাজার বছরের  বৌদ্ধ সংস্কৃতির কথা তুলে ধরে শেখ হাসিনা এ অঞ্চলের বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক পর্যটন বিকাশে সবাইকে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন,  বৌদ্ধ সম্প্রদায়ের প্রাচীনকালের নান্দনিক স্থাপত্যকলা বাংলাদেশের সমৃদ্ধ পর্যটনের ইতিহাসের এক বিশেষ অধ্যায়। এ ইতিহাস আড়াইহাজার বছরব্যাপী বিস্তৃত। জনশ্র“তি রয়েছে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে  গৌতম বুদ্ধ এদেশে আগমন করেন। তিনি প্রায় তিন মাস অবস্থান ও ধর্মপ্রচার করেন।পরবর্তীতে সম্রাট অশোকের শাসনামলে বিহার, মূর্তি ও স্তম্ভ নির্মাণ, সম্রাট কণিষ্কের সময়ে  বৌদ্ধধর্মের প্রসার, পঞ্চম  থেকে সপ্তম শতকে চীনা পরিব্রাজকদের এদেশে আগমন এবং অষ্টম থেকে দ্বাদশ শতক পর্যন্ত পাল রাজত্বকালে বাঙালির জীবন ও সংস্কৃতিতে বৌদ্ধধর্মের গভীর প্রভাবের কথা তুলে ধরেন  শেখ হাসিনা।

তিনি পর্যটনের বিকাশে বর্তমান সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন এবং  জাতীয় পর্যটন নীতিমালা ঘোষণা, ৬০টিরও বেশি দেশের জন্য অন-অ্যারাইভাল ভিসা চালু, ট্যুরিস্ট পুলিশ প্রতিষ্ঠা এবং ২০১৬ সালকে পর্যটনবর্ষ ঘোষণার কথা বলেন।

শেখ হাসিনা জানান, আন্তর্জাতিক ক্রুজেও বাংলাদেশকে সম্পৃক্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অভ্যন্তরীণ  নৌ-পর্যটনের পাশাপাশি আন্তর্জাতিক বা আঞ্চলিক নৌ-পর্যটনে বাংলাদেশকে সম্পৃক্ত করতে ভারতের সঙ্গে বাংলাদেশের নৌ-প্রটোকলে যাত্রী পরিবহনের বিষয়টি অন্তর্ভুক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।সার্কভুক্ত  দেশগুলোর মধ্যে পর্যটকসহ যাত্রী ও মালামাল পরিবহনের জন্য সম্প্রতি বাংলাদেশ, ভুটান, ভারত ও  নেপাল (বিবিআইএন)  মোটর ভেহিকেল এগ্রিমেন্ট’ (এমভিএ) চুক্তি স্বাক্ষর করেছে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..