× Banner
সর্বশেষ

পঞ্চগড়ে আরেক আ. লীগ নেতার মৃত্যু

admin
হালনাগাদ: সোমবার, ১৫ মে, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:  পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় জেলা আওয়ামী লীগের আরেক সহ-সভাপতি খবিরউদ্দিন আহম্মদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

রোববার রাত ১টার সময় ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

গত মঙ্গলবার মোটরসাইকেলে করে জনসভায় যাওয়ার সময় পঞ্চগড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে বাসের ধাক্কায় মারা যান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবি মাহমুদ আর গুরুতর আহত হন খবিরউদ্দিন আহম্মদ।

 

দুর্ঘটনার পরদিন বুধবার খবিরউদ্দিনকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়। এ্যাপোলো হাসপাতালে কয়েক দিন চিকিৎসার পর ভর্তি করা হয় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সেখানেই তিনি মারা যান।

এদিকে একই দুর্ঘটনায় এক সপ্তাহের ব্যবধানে দুই নেতার মৃত্যুতে এলাকায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..