× Banner
সর্বশেষ

নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা

admin
হালনাগাদ: সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

নড়াইল প্রতিনিধিঃ লোহাগড়া উপজেলার গোপিনাথপুর গ্রামে বিথী বেগম (৩৪) নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী শাকিল মিয়া (৪০)। এ ঘটনায় তিনি পলাতক রয়েছেন। সোমবার সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। বিথীর বাবার বাড়ি বিক্রমপুরে। শাকিলের বাড়ি বরিশালে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল এবং বিথী গোপিনাথপুর গ্রামে ভাড়া বাসায় থাকতেন। তারা দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। সোমবার সকালে বিথী ঘুমথেকে না ওঠায় প্রতিবেশিরা অনেক ডাকাডাকি করে। এ সময় ঘরের ভেতরে ঢুকে মেঝেতে বিথীর মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামরুজ্জামান বলেন, ‘এ ঘটনায় শাকিল মিয়া পলাতক রয়েছেন।  মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..