13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নর্দার্ন ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন উদ্বোধন

Rai Kishori
July 29, 2019 10:25 pm
Link Copied!

রাজধানীর বনানীতে নর্দার্ন ইউনিভার্সিটির বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
মন্ত্রী এসময় বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে যেটি অন্যন্য উদাহরণ। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র স্থাপনের ফলে সেখানে বঙ্গবন্ধুর ওপর নানা ধরণের গবেষণা হবে, লেখালেখি হবে এবং সেখানে লাইব্রেরি স্থাপন করা হয়েছে, যা সকলের জন্য একটি মহান উদ্যোগ। সেই লাইব্রেরিতে বঙ্গবন্ধুর ওপর প্রকাশিত সকল বই যদি স্থান দেয়া সম্ভব হয়, সেটি একটি অসামান্য কাজ হবে।’
‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা বাঙালিরা কখনো স্বাধীন ছিলাম না। প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাঙালি প্রথম একটি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাঙালি নিজে নিজেদের শাসন করার অধিকার অর্জন করে। তার আগ পর্যন্ত বাঙালি সবসময় পরের দ্বারা শাসিত হয়েছে। সিরাজদৌলার জন্য আমরা সবসময় গর্ব করি। তিনি বাঙালার শেষ স্বাধীন নবাব বটে। কিন্তু তিনি তার অন্দরমহলের ভাষা বাঙলা ছিল না। তিনি বাঙালি ছিলেন না। বঙ্গবন্ধুর নেতৃত্বেই প্রকৃতপক্ষে বাঙালি স্বাধীনতা অর্জন করে। এ ঐতিহাসিক সত্যকে বুকে ধারণ করা আমাদের পবিত্র দায়িত্ব।’
নর্দার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ড. আবু ইউসুফ মো: আবদুল্লাহ’র সভাপতিত্বে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান সম্মানিত অতিথি হিসেবে এবং বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী ও নর্দার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
http://www.anandalokfoundation.com/