স্টাফ রিপোর্টারঃ সামাজিক ও প্রাকৃতিক যে কোন দুর্যোগ মোকাবেলায় সবচেয়ে বড় প্রয়োজন সচেতনতা বললেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।তিনি বলেন, নতুন প্রজন্মের মাঝে এ সচেতনতা সৃষ্টি করতে সরকার তাদের পাঠ্যপুস্তকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ক নানা অধ্যায় যুক্ত করেছে। তার মধ্যে ভূমিকম্প ও জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা মোকাবেলা বিষয়ক অধ্যায়ও রয়েছে।
মঙ্গলবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড মিলনায়তনে (এনসিটিবি) ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা মোকাবেলা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষকদের জন্য বন ও পরিবেশ মন্ত্রণালয় সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্প-২ এর আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম। এনসিটিবি’র চেয়ারম্যান অধ্যাপক নারায়ন চন্দ্র পাল সভাপতিত্ব করেন।বিদেশী অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের আওতায় এনসিটিবি’র মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ক ১২টি বই প্রকাশ করা হয়েছে। যা বিভিন্ন স্কুল লাইব্রেরিসহ দেশব্যাপী বিভিন্ন লাইব্রেরিতে বিতরণ করা হবে।
কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, এসব বিষয় শিক্ষার্থীদের এমনভাবে শিক্ষা দেবেন যেন তারা বিষয়টি আগ্রহ নিয়ে শেখে এবং বাসায় গিয়ে পিতামাতা ও ভাইবোনদের সঙ্গে আলোচনা করে। এতে শিক্ষার্থীদের অভিভাবকরাও তাদের সন্তানদের দ্বারা বিষয়টি সম্পর্কে সচেতন হবে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মূল লক্ষ্য নতুন প্রজন্মকে আধুনিক ও জ্ঞান সম্পন্ন নাগরিক হিসাবে গড়ে তোলা। যেন তারা দেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারে।তিনি বলেন, সে লক্ষ্য অর্জনে আমাদের শিক্ষার্থীদের যেমন কর্মমুখী জ্ঞান অর্জন প্রয়োজন, তেমনি দুর্যোগ মোকাবেলা বিষয়ক জ্ঞানও অর্জন করতে হবে। আর সে লক্ষ্যেই সরকার এসব প্রকল্প বাস্তবায়ন করে চলেছে।
২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের যে স্বপ্ন বাংলাদেশ দেখছে, তা বাস্তবতায় রূপ দেয়া সম্ভব উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, তবে এ জন্য নতুন প্রজন্মকে মেধা, মনন ও প্রযুক্তি জ্ঞানে দক্ষ করে গড়ে তুলতে হবে।তিনি বলেন, কয়েক বছর আগেও আমাদের রিলিফ গ্রহণ করতে হতো স্মরণ করে মন্ত্রী বলেন, তা থেকে এখন আমরা বের হয়ে এসেছি।
আমাদের সামান্য জমি থেকে আমরা এখন বিশাল জনগোষ্ঠীর খাদ্য উৎপাদনে সক্ষম হয়েছি।তিনি বলেন, আমরা এখন বিদেশে খাদ্য রপ্তানী করতে পারছি। এমনকি অন্যকে আমরা রিলিফ দিতেও পারছি। যেমন, নেপালকে ভূমিকম্পের সময় দিয়েছি।নাহিদ বলেন, খাদ্যের এ স্বয়ংসম্পূর্ণতা সম্ভব হয়েছে শেখ হাসিনার সরকারের দূর্দশিতার কারণেই।