ধামইরহাটে দি হাঙ্গার প্রজেক্টের পিএফজি উদ্যোগে নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে। ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২১ সেপ্টেম্বর (রবিবার) দুপুর ১২টায় ধামইরহাট প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও শান্তি পদযাত্রার আয়োজন করা হয়।
শান্তি পদযাত্রার নেতৃত্ব দেন দি হাঙ্গার প্রজেক্ট, পিএফজি’র ধামইরহাট উপজেলা কো-অর্ডিনেটর ও সাংবাদিক আবু হেনা মো. মোস্তফা কামাল বাবু। পদযাত্রাটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএফজির অ্যাম্বাসেডর ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আহাদ আলী, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার, বাংলাদেশ সাঁন্তাল বাইসি (বিএসবি) ও জাতিস্বত্বা মুক্তি সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.সি আলবার্ট সরেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা রামজনম রবিদাস, ধামইরহাট উপজেলা শ্রমিক দলের সভাপতি ইব্রাহিম হোসেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, আব্দুল হাই দুলাল, জান্নাতুল ফেরদৌস কবিতা এবং উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও পিএফজির অ্যাম্বাসেডর দেওয়ান আব্দুল হান্নানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পদযাত্রার মধ্য দিয়ে শান্তি, সহাবস্থান ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। তারা বলেন, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সহনশীলতা বজায় রেখে একটি শান্তিময় সমাজ গড়ে তোলাই আজকের দিনের মূল লক্ষ্য।