× Banner
সর্বশেষ
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা পাইকগাছার গদাইপুর বাজারে গাছের চারার হাট জমে উঠেছে ডাসারে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু, নবজাতকসহ আহত ৪ তামাক চাষ বাড়লে, বিলুপ্ত হবে ইলিশ কালকিনিতে প্রধান শিক্ষকের চোখ ক্ষতিগ্রস্থের ঘটনায় ৪দিনেও মামলা নেয়নি পুলিশ, ভুক্তভোগি ভর্তি হাসপাতালে কোটালীপাড়ায় গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী ভারতের কারাভোগ শেষে বাংলাদেশি এক নাগরিকের বেনাপোল দিয়ে প্রত্যাবর্তন হিন্দু-মুসলমান ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই: খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুরের বাউশখালী জমিদার বাড়ি আজও ধরে রেখেছে শতবর্ষের ঐতিহ্য

নওগাঁ প্রতিনিধি:

ধামইরহাটে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

অনলাইন ডেক্স
হালনাগাদ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

ধামইরহাটে দি হাঙ্গার প্রজেক্টের পিএফজি উদ্যোগে নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে। ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২১ সেপ্টেম্বর (রবিবার) দুপুর ১২টায় ধামইরহাট প্রেসক্লাব চত্বরে মানববন্ধন  ও শান্তি পদযাত্রার আয়োজন করা হয়।

শান্তি পদযাত্রার নেতৃত্ব দেন দি হাঙ্গার প্রজেক্ট, পিএফজি’র ধামইরহাট উপজেলা কো-অর্ডিনেটর ও সাংবাদিক আবু হেনা মো. মোস্তফা কামাল বাবু। পদযাত্রাটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএফজির অ্যাম্বাসেডর ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আহাদ আলী, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার, বাংলাদেশ সাঁন্তাল বাইসি (বিএসবি) ও জাতিস্বত্বা মুক্তি সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.সি আলবার্ট সরেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা রামজনম রবিদাস, ধামইরহাট উপজেলা শ্রমিক দলের সভাপতি ইব্রাহিম হোসেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, আব্দুল হাই দুলাল, জান্নাতুল ফেরদৌস কবিতা এবং উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও পিএফজির অ্যাম্বাসেডর দেওয়ান আব্দুল হান্নানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পদযাত্রার মধ্য দিয়ে শান্তি, সহাবস্থান ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। তারা বলেন, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সহনশীলতা বজায় রেখে একটি শান্তিময় সমাজ গড়ে তোলাই আজকের দিনের মূল লক্ষ্য।


এ ক্যটাগরির আরো খবর..