14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষক বাকে কুপিয়ে হত্যা করলো ধর্ষিতা মেয়ে

ডেস্ক
May 9, 2025 10:13 am
Link Copied!

রাজধানীর সাভারে খাবারে ঘুমের ঔষধ মিশিয়ে খাইয়ে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করেছে মেয়ে। নিহত আবদুর সাত্তার(৫৬) বারবার তাকে ধর্ষণ করেছে বলে তাকে খুন করেছে বলে জানিয়েছে মেয়ে জান্নাত জাহান শিফা(২৩)। হত্যার পর জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোন করে তার মেয়ে আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে সাভার পৌরসভার ৭নং ওয়ার্ডের মজিদপুর কাঠালবাগান এলাকার আব্দুল কাদেরের বাড়িতে এ ঘটনা ঘটে। সকালে পুলিশ এসে মেয়েকে আটক করে।

এরপর ভাইরাল হয়েছে একটি ভিডিও। যে ভিডিওতে দেখা যায় মেয়ে জান্নাত জাহান শিফা তার বাবার রক্তাক্ত লাশের সামনে ধর্ষণের বিষয়ে কথা বলছেন। তাকে বারবার ধর্ষণ করা হয়েছে, ভিডিও করে ভাইরালের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। সেই সাথে রক্তমাখা ছুরি দিয়ে বারবার তার বাবার দেহে আঘাত করতে দেখা যায় তাকে। ভিডিওতে মেয়ে অভিযোগ করেন তার বাবা তাকে ছাড়াও আরো অনেকের সাথে অপকর্ম করতো। ভিডিও করে রাখতো।

এদিকে জান্নাত জাহান শিফাকে আটকের পর ভাইরাল হওয়া এই ভিডিওটি নিয়ে নেটিজেনরা নানা সমালোচনা করছেন। নিজের বাবা কিভাবে এমন কাজ করতে পারে তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। কেউ কেউ আবার মেয়েটিকে মানসিকভারসাম্যহীন বলছেন।

জানা যায় নিহত আব্দুর সাত্তার (৫৬) নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।  আব্দুল কাদেরের বাড়ির কেয়ারটেকার রহিজ উদ্দিন বলেন, গত ৫ মাস আগে বাবা ও মেয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

সাভার মডেল থানার ডিউটি অফিসার আব্দুর রশিদ জানান, গতকাল ভোর রাত ৪টার দিকে  ৯৯৯-এ ফোন করে এক মেয়ে  জানান, তার পিতাকে তিনি কুপিয়ে হত্যা করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আব্দুর সাত্তারের লাশ উদ্ধার করে এবং মেয়েকে আটক করে।

মেয়ের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাতে ভাতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে পিতাকে ভাত দেন মেয়ে জান্নাত। পরে আব্দুর সাত্তার ঘুমিয়ে পড়লে ভোর ৪ টার দিকে মেয়ে জান্নাত ধারালো অস্ত্র দিয়ে পিতাকে কুপিয়ে হত্যা করে।

জানা যায়, গত ২০২২ সালে সিংড়া থানায় বাবার বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা করে মেয়ে জান্নাত। সেই মামলায় তার বাবা দীর্ঘদিন জেলও খাটেন। পরে তারা সাভারে এসে বাসা ভাড়া করে আবার একসাথে বসবাস শুরু করে। সেই মামলার সূত্র ধরেই বাবার সাথে মেয়ে জান্নাতের বনিবনা হচ্ছিল না।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক ইমরান হোসেন বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং নিহতের মেয়ে জান্নাতকে আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

http://www.anandalokfoundation.com/