14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দেশের সকল পুজামন্ডপ নিরাপত্তার চাদরে আবদ্ধ রয়েছে

admin
October 21, 2015 3:22 pm
Link Copied!

মো. আমির সোহেল,কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ দেশের সকল পুজা মন্ডব নিরাপত্তার চাদরে আবদ্ধ রয়েছে। কোন আচর লাগতে দেয়া হবেনা। বাংলাদেশে জঙ্গি বলতে কিছু নেই। তাই ভয় পাওয়ারও কোন কারন নেই। সকলে শান্তিতে এখন পুজা পালন করছেন বললেন বাংলাদেশ কেন্দ্রীয় আ”লীগের সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের এম পি আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

হিন্দু ধর্মালম্বীদের সব চাইতে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে বুধবার সকালে বাংলাদেশ কেন্দ্রীয় আ”লীগের সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের এম পি আ ফ ম বাহাউদ্দিন নাছিম তার নির্বাচনী এলাকা কালকিনি উপজেলার ৫৭টি পূজা মন্ডব পরিদর্শন এসব কথা বলেন।

পরিদর্শন শেষে উত্তর রমজানপুর গ্রামের ভক্তবাড়ি সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরে সকল পুজা মন্ডবের কমিটির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় এম পি বলেন,  এই পুজা সকল বঙ্গালির প্রানের উৎসব। সকল ধর্মালম্বী মানুষ আজ শান্তিতে যার যার ধর্ম পালন করছেন। কোন বাধা নেই।

আ”লীগ আপনাদের পাশে সুখে দুখে ছিল এবং আশা করি আগামীতেও থাকবে। এতে ভক্তবাড়ি স্বার্বজনীন শ্রীশ্রী দূর্গা মন্দির কমিটির সাধারন সম্পাদক নিখিল ভক্তের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এম পি আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: শাম্মী আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল, কেন্দ্রীয় আ”লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ও পৌরসভার সম্ভব্য মেয়র প্রার্থী সোহেল রান মিঠু ও মন্দির কমিটির সদস্য রিপন ভুইয়া প্রমুখ।

http://www.anandalokfoundation.com/