× Banner
সর্বশেষ

দেশের পুঁজিবাজারে প্রযুক্তিগত উন্নতি হলেও বাড়েনি বাজারের পরিসর

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

অর্থনৈতিক ডেস্কঃ স্বাধীনতার পর গত চার দশকে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন ও ব্যবস্থাপনা কাঠামোয় প্রযুক্তিগত উন্নতি হলেও বাজারের পরিসর বাড়েনি। বাজার বিশ্লেষকদের মতে ১৯৯৬ ও ২০১০ সালে দেড় দশকের মধ্যে বড় দুটি বিপর্যয়ের পর আস্থার সংকটে ভুগছেন বিনিয়োগকারীরা।

তারা বলছেন, ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পুঁজিবাজারে সক্রিয় করতে টেকসই নীতিমালার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক ও বাজার নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।

মূলত নব্বইয়ের দশকে অর্থনীতির বিকাশের সাথে পুঁজিবাজারের আকার বড় হতে থাকে। বাজার নিয়ন্ত্রণে ১৯৯৩ সালে গঠিত হয় সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। এরপরেও ১৯৯৬ সালে বড় বিনিয়োগকারীদের কারসাজিতে প্রথম ছন্দপতন হয় পুঁজিবাজারে।

চার দশকে শেয়ারবাজারের উত্থান-পতনের ইতিহাসে কাগুজে সার্টিফিকেট লেনদেন থেকে বেরিয়ে দুই পুঁজিবাজার এসেছে স্বয়ংক্রিয় লেনদেনে। সবশেষ দুই পুঁজিবাজারকে ডি-মিউচুয়ালাইজেশন করা হয়। তবে বাজার কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিশন এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হলেও রাঘব বোয়ালরা ধরাছোঁয়ার বাইরে থাকায় আস্থা হারিয়েছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রফেসর শাহজাহান মিনা বলেন, ‘সাম্প্রতিককালে দেখেছি দুই একজনকে শাস্তি দেয়া হয়েছে কিন্তু এটা ছাড়াও যারা পুঁজিবাজারে বাজে খেলা খেলেছে তাদেরকে এখনও ওইভাবে আমরা বিচারের আওতায় আনতে পারছি না।’

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, ‘সিকিরিউটিজ এক্সচেঞ্জ কমিশন বা সরকারের বা পরিস্থিতির সকলেরই দায়িত্ব একটি আস্থাশীল অবস্থা। এই অবস্থা থাকলেই মানুষ ধীরে ধীরে বিনিয়োগে যেতে পারবে।’

এদিকে দুই পুঁজিবাজার ও নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসিকে পুনর্গঠন করা হলেও সংস্কার কার্যক্রমের দক্ষতা এবং সমন্বয়ের অভাব আছে বলে মনে করেন বিশ্লেষকরা।

এছাড়া বাজার চাঙ্গা করতে মার্চেন্ট ব্যাংক ও মিউচুয়াল ফান্ডগুলোর মূলধন বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের ইতিবাচক ভূমিকা চান বিশেষজ্ঞরা।

পুঁজিবাজারের পরিসর বাড়াতে আরও বেশি সরকারি প্রতিষ্ঠান তালিকাভুক্তির পাশাপাশি বহুজাতিক কোম্পানির শেয়ার বাজারে আনতে আইন করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।


এ ক্যটাগরির আরো খবর..