× Banner
সর্বশেষ
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা পাইকগাছার গদাইপুর বাজারে গাছের চারার হাট জমে উঠেছে ডাসারে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু, নবজাতকসহ আহত ৪ তামাক চাষ বাড়লে, বিলুপ্ত হবে ইলিশ কালকিনিতে প্রধান শিক্ষকের চোখ ক্ষতিগ্রস্থের ঘটনায় ৪দিনেও মামলা নেয়নি পুলিশ, ভুক্তভোগি ভর্তি হাসপাতালে কোটালীপাড়ায় গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী ভারতের কারাভোগ শেষে বাংলাদেশি এক নাগরিকের বেনাপোল দিয়ে প্রত্যাবর্তন হিন্দু-মুসলমান ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই: খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুরের বাউশখালী জমিদার বাড়ি আজও ধরে রেখেছে শতবর্ষের ঐতিহ্য

দেশের কোনো ক্ষতি করবে না টিপিপি চুক্তি

admin
হালনাগাদ: শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) চুক্তি বাংলাদেশের কোনো ক্ষতি করবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।  শনিবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের ট্রেনিং একাডেমি মিলনায়তেন  সেকেন্ড বাংলাদেশ ইকোনোমিস্ট  ফোরাম (বিইএফ)-২০১৫ ওয়ার্কিং ফর দ্যা ফিউচার বাংলাদেশ অনুষ্ঠানের দ্বিতীয় সেশনে ‘স্ট্রেন্থেনিং ইনস্টিটিউশন টু অ্যাক্সেলেরেট গ্রোথ অ্যান্ড  লোয়ার পোভার্টি’ শীর্ষক এক  সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ কয়েকটি দেশের সঙ্গে এফটিএ চুক্তি করতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, টিপিপি বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ, আমেরিকা আমাদের ডিউটি ফ্রি বাণিজ্য সুবিধা  দেয় না। দুনিয়ার সবাই আমাদের ডিউটি ফ্রি বাণিজ্য সুবিধা দিতে এগ্রিমেন্ট করতে চাচ্ছে। আর্জেন্টিনা, চিলি ও ব্রাজিলের সঙ্গে কিছুদিনের মধ্যে আমরা মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) করতে যাচ্ছি।

বাণিজ্যমন্ত্রী বলেন, যখন বাংলাদেশ যাত্রা শুরু করেছে তখন আমাদের  রেমিটেন্স, রিজার্ভ কিছুই ছিল  না। এখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। একদিন যারা বাংলাদেশকে  দেখে তলাবিহীন ঝুঁড়ি বলেছিল আজকে তারা বলছে ‘বাংলাদেশ ইস অ্যা মিরাকাল।বাংলাদেশের গণমাধ্যম নেতিবাচক সংবাদ বেশি প্রচার করে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের গণমাধ্যমে নেগেটিভ জিনিসটা বেশি প্রচার হয়। যেমন, রানাপ্লাজা ধসের পর টানা এক মাসের মত সরাসরি প্রচার করা হয়েছে। বিদেশি অনেকে দেশে সন্ত্রাসী হামলা ঘটলে তাদের গণমাধ্যম সেগুলো তেমন প্রচার করে না। কিন্তু আমাদের গণমাধ্যম সেগুলো বেশি প্রচার করে। কোনো ঘটনা দিয়ে ওভার রিঅ্যাক্ট করলে টেররিস্টরা এনকারেজ হয়।এ সময় বাংলাদেশের রপ্তানি আয় দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামানের সভাপতিত্বে  সেমিনারে উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ওয়াহিদ উদ্দিন মাহমুদ, বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) ভাইস চেয়ারম্যান ড. সাদিক আহমেদ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..