13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দাম কম হওয়ায় রাস্তায় ধান ফেলে কৃষকদের প্রতিবাদ

admin
January 12, 2016 3:09 pm
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী বাজারে গত ১১ডিসেম্বর (সোমবার) ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকরা রাস্তায় ধানের বস্তা ফেলে প্রতিবাদ জানায় এবং বোদা-
পঞ্চগড় মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করে। প্রায় দুই ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ রাখার পর প্রশাসনের সাথে সমঝোতায় ব্যবসায়ীরা ধানের মূল্য বৃদ্ধি করার আশ্বাস দিলে অবরোধ কর্মসূচি তুলে নেয় কৃষকরা।

অবরোধ পালনকালে ক্ষুব্ধ কৃষকরা জানায়, বর্তমানে বাজারে ব্যবসায়ীরা অতি কমমূল্যে ধান ক্রয় করছেন। প্রতিমণ ধান ৪৫০ থেকে ৫০০ টাকা দরে ক্রয় করছে। এত কম দামে ধান বিক্রি করলে কৃষকদের উৎপাদন খরচ উঠছে না। ফলে এ উপজেলার কৃষকদের লোকসান গুণতে হচ্ছে অনেক। ধান বিক্রি করতে আসা ময়দানদিঘি এলাকার কৃষক পরেশ চন্দ্র জানান, ৪ বিঘা জমিতে ধান চাষ করেছি।

কিন্তু বাজারে ধানের যে দাম তাতে আমার উৎপাদন খরচ উঠছে না। প্রতিমণ ধান উৎপাদন করতে ৪০০ টাকা খরচ হয়েছে। একই কথা জানান ওই এলাকার হামিদুল, বাবুল, শাহাজাহান। তারা আরো জানান, ধান বিক্রি করেই তাদের সংসারের খরচ জোগাতে হয়। গত কয়েক বছরের তুলনায় ধান বীজ, সার ও শ্রমিকদের মজুরিসহ ধানের উৎপাদন খরচ প্রায় দ্বিগুণ হয়েছে। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তারা কৃষি কাজে বিনিয়োগ করেছেন। কিন্তু ধান বিক্রি করে খরচের টাকাই উঠে না, ঋণ শোধ করবে কিভাবে। কৃষকদের বাঁচাতে, বাজারদর ঠিক রাখতে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলাকার সচেতন মহল জোর দাবি জানিয়েছেন।

http://www.anandalokfoundation.com/