14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ড্রেন থেকে যুবলীগ নেতার ভাইয়ের মরদেহ উদ্ধার

Link Copied!

বরিশাল নগরীর বটতলা বাজার সংলগ্ন আব্দুল হামিদ মিয়া সড়কের নির্মানাধীন ড্রেন থেকে বুধবার ভোরে কোতয়ালী মডেল থানা পুলিশ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরে স্থানীয় মুসুল্লীরা ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদের উদ্দেশ্যে যাওয়ার সময় ড্রেনের মধ্যে এক যুবকের লাশ পরে থাকতে দেখেন। তাৎক্ষনিক তার কোতোয়ালি মডেল থানা পুলিশকে বিষয়ট অবহিত করেন।

এরপর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পরিচয় নিশ্চিত করে। নিহত যুবক মোমেন সিকদার (৩৩) নগরীর ১৮ নম্বর ওয়ার্ডস্থ বটতলা বাজার সংলগ্ন আদম আলী হাজী মিয়ার গলির বাসিন্দা ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক কর্মচারী ধলু সিকদারের ছেলে এবং একই ওয়ার্ডের যুবলীগের আহবায়ক শহিদুল ইসলাম মুন্নার ছোট ভাই।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন, মোমেন সিকদারের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য তার মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন বলা যাবে।


http://www.anandalokfoundation.com/