× Banner
সর্বশেষ
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা পাইকগাছার গদাইপুর বাজারে গাছের চারার হাট জমে উঠেছে ডাসারে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু, নবজাতকসহ আহত ৪ তামাক চাষ বাড়লে, বিলুপ্ত হবে ইলিশ কালকিনিতে প্রধান শিক্ষকের চোখ ক্ষতিগ্রস্থের ঘটনায় ৪দিনেও মামলা নেয়নি পুলিশ, ভুক্তভোগি ভর্তি হাসপাতালে কোটালীপাড়ায় গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী ভারতের কারাভোগ শেষে বাংলাদেশি এক নাগরিকের বেনাপোল দিয়ে প্রত্যাবর্তন হিন্দু-মুসলমান ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই: খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুরের বাউশখালী জমিদার বাড়ি আজও ধরে রেখেছে শতবর্ষের ঐতিহ্য

ঠাকুরগাঁও চার দফা দাবিতে গ্রাম পুলিশের মানববন্ধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫

আব্দুল আওয়াল ঠাকুরগাঁও । ঠাকুরগাঁও গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন চার দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারলিপি পেশ করেছেন।

আজ সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসকে এ স্বারকলিপি পেশ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি বিজয় কুমার রায়, সাধারণ সম্পাদক সগেন্দ্র নাথ রায়, দপ্তর ও সাংগঠনিক সম্পাদক নৃপেন্দ্র নাথ রায়, রানীশংকৈল থানা  গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক চন্দ্র কান্ত প্রমুখ।

স্মারকলিপি বিবরণীতে উল্লেখ্য আছে, গ্রাম পুলিশদের ৪র্থ শ্র্রেণীর কর্মচারীর ন্যায় বেতন স্কেল ঘোষনা করতে হবে, অবসরকালীন ভাতা প্রদান, পুলিশ আনসার বাহিনীর সদস্যদের ন্যায় রেশনিং এর ব্যবস্থা গ্রহণ, ২১০৩ সালে প্রণিত গ্রাম পুলিশ বাহিনীর খসড়া বিধিমালা কার্যকর করা।


এ ক্যটাগরির আরো খবর..