× Banner
সর্বশেষ
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা পাইকগাছার গদাইপুর বাজারে গাছের চারার হাট জমে উঠেছে ডাসারে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু, নবজাতকসহ আহত ৪ তামাক চাষ বাড়লে, বিলুপ্ত হবে ইলিশ কালকিনিতে প্রধান শিক্ষকের চোখ ক্ষতিগ্রস্থের ঘটনায় ৪দিনেও মামলা নেয়নি পুলিশ, ভুক্তভোগি ভর্তি হাসপাতালে কোটালীপাড়ায় গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী ভারতের কারাভোগ শেষে বাংলাদেশি এক নাগরিকের বেনাপোল দিয়ে প্রত্যাবর্তন হিন্দু-মুসলমান ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই: খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুরের বাউশখালী জমিদার বাড়ি আজও ধরে রেখেছে শতবর্ষের ঐতিহ্য

পিআইডি

ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পূর্ণ ডিজিটাল করা হবে: শ্রম সচিব

অনলাইন ডেক্স
হালনাগাদ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন পদ্ধতি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান আজ গাজীপুরের কাপাসিয়ায় শ্রম অধিদপ্তর আয়োজিত “অন্যায্য শ্রম অনুশীলন ও ইউনিয়নবিরোধী বৈষম্যের প্রতিকার” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার ২য় দিনে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল করা হবে। এই উদ্যোগের মাধ্যমে শ্রমিকদের জন্য ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজ, স্বচ্ছ ও দ্রুততর হবে।

শ্রম সচিব বলেন, ডিজিটাল ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন ব্যবস্থায় অনলাইন আবেদন, ডকুমেন্ট আপলোড, ট্র্যাকিং সিস্টেম, স্বয়ংক্রিয় যাচাইকরণ, স্মার্ট কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট প্রাপ্তি ইত্যাদি ব্যাবস্থা চালু থাকবে। ডিজিটাল পদ্ধতিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া দ্রুততর হবে।

শ্রম সচিব আরও বলেন, এই ডিজিটাল রূপান্তর শ্রমিকদের সংগঠন করার অধিকারকে শক্তিশালী করবে এবং দুর্নীতি রোধে ভূমিকা রাখবে।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর প্রতিনিধি বাংলাদেশের শ্রম অধিকার সংস্কারে প্রযুক্তির ব্যবহারকে স্বাগত জানান। মালিক ও শ্রমিক নেতারা ডিজিটাল সিস্টেম বাস্তবায়নে সমন্বিত সহযোগিতার আশ্বাস দেন। দেশের ১৫টি জেলার শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা এই প্রশিক্ষণে অংশ নেন।

কর্মশালায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা, মালিক ও শ্রমিক প্রতিনিধি, আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধি এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..