যশোরের ঝিকরগাছা উপজেলায় জলাবদ্ধ ৫৬ পরিবারের মাঝে ত্রান সামগ্রী দিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ভুপালী সরকার।
এসময় তিনি বলেন, সরকারের পক্ষ হতে উপজেলার আওতায় যে সকল আশ্রয়ণ প্রকল্প রয়েছে তারা ক্রমাগতই বৃষ্টির কারণে আকাশ বন্যার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারে মাঝে ত্রান সামগ্রী দেওয়া হল। চলতি অর্থবছরে আশ্রয়ন প্রকল্পের ভিতরের রাস্তাসহ উপজেলার সার্বিক উন্নয়নে করা হবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর ও ৩নং শিমুলিয়া ইউনিয়নের রাধানগর গ্রামের সিমান্তবর্তী দুই মৌজার মাঝামাঝি বাওড়পাড়ে পাশাপাশি ৩টি (আশ্রয়ন প্রকল্প) কলোনীতে জলাবদ্ধ সৃষ্টি হয়ে অসহায় ভাবে জীবন যাপন করা পরিবারগুলোর দিকে সরকারের পক্ষে মানবতার পরিচয় দিলেন তিনি। উক্ত ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারে মাঝে ত্রান সামগ্রী মধ্যে ছিল পরিবার প্রতি ২০ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবন, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, এক প্যাকেট করে মরিচ, হলুদ ও ধনিয়া গুড়া ইত্যাদি।
এসময় তার সফর সঙ্গী ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল আহম্মেদ, উপজেলা মাধ্যমিকের একাডেমিক সুপারভাইজার ও ৩নং শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান বিশ্বাস, ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলামসহ আরও অনেকে।